নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে গেল মারুতি ভ্যান জখম ২আজ জামাই ষষ্ঠী অন্যান্য দিনের থেকে বেশিরভাগ মানুষ মোটরবাইকে করেই জামাই তাদের শ্বশুরবাড়ির দিকে পরিবার সহকারে রওনা হচ্ছে। হঠাৎ দেখতে পায় রাস্তায় বিপত্তি। নিরন্তন হারিয়ে দ…
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে গেল মারুতি ভ্যান জখম ২
আজ জামাই ষষ্ঠী অন্যান্য দিনের থেকে বেশিরভাগ মানুষ মোটরবাইকে করেই জামাই তাদের শ্বশুরবাড়ির দিকে পরিবার সহকারে রওনা হচ্ছে। হঠাৎ দেখতে পায় রাস্তায় বিপত্তি। নিরন্তন হারিয়ে দ্রুত গতিতে ছুটে আসা মারুতি ভ্যান পড়ে গেল নয়নজুলিতে। সূত্রে জানা যায় ড্রাইভার সহ আর একজন ছিল এলাকার মানুষ দেখতে পেয়ে ছুটে আসে।
তাদেরকে গাড়ির ভিতর থেকে বের করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সিটি সেন্টার থেকে দুর্গাচক এইচ পি এল লিংক রোড মাতঙ্গিনী মোড় হলদিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। ঘটনাস্থলে পৌঁছেছে ভবানীপুর থানার পুলিশ। তদন্ত নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।
No comments