Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাঙালি সমাজে লোকায়ত উৎসব জামাইষষ্ঠী!

লোকায়ত উৎসব জামাইষষ্ঠী!


বাঙালি সমাজে লোকায়ত উৎসব জামাইষষ্ঠী!ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Bv2QBo7SIy8
সকাল থেকেই মিষ্টির দোকান বিভিন্ন ফলের দোকানে উপচে পড়া ভিড় কারণ জামাইষষ্ঠীতে নতুন জামাইয়ের পাতে দিতে হবে নানা রকমের …

 



লোকায়ত উৎসব জামাইষষ্ঠী!




বাঙালি সমাজে লোকায়ত উৎসব জামাইষষ্ঠী!

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/Bv2QBo7SIy8


সকাল থেকেই মিষ্টির দোকান বিভিন্ন ফলের দোকানে উপচে পড়া ভিড় কারণ জামাইষষ্ঠীতে নতুন জামাইয়ের পাতে দিতে হবে নানা রকমের মিষ্টান্ন এবং ফল। বাঙালির কাছে প্রচলিত দিনে জামাইষষ্ঠী পালিত হয়। শিল্প তালুকে মাছের সে ধরনের চাহিদা দেখা যায়নি। তবে বিভিন্ন জায়গায় মাংসের দোকান ছিল লম্বা লাইন।  পোশাকের দোকানগুলি ছিল মোটামুটি ভিড়।

জৈষ্ঠ্য মাসে সানন্দে পালিত হয় জামাই ষষ্ঠী। এটি মূলত বাঙালি সমাজের লোকায়ত উত্‍সব। জামাইকে এদিন শ্বশুরবাড়িতে নেমন্তন্ন করে চর্ব্যচোষ্য খাওয়ানো হয়। পাশাপাশি শ্বাশুড়ি ও জামাইকে উপহার দেওয়ার প্রথাও রয়েছে। এই বছর কবে জামাই ষষ্ঠী? আজ ১২ই জুন জামাই ষষ্ঠীর নিময়-বিধি।কথায় বলে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। এই ১৩ পার্বণের অন্নতম হল জামাই ষষ্ঠী। ষষ্ঠী দেবীর আরাধনার পাশপাশি এই দিনে জামাইকে আদর আপ্য়ায়ান করা হয়ে থাকে। বেশ কিছু বিধি আচারের মধ্যে দিয়ে প্রাচীন কাল থেকেই জামাই ষষ্ঠী পালনের রেওয়াজ রয়েছে বাঙালি সমাজে।জামাই ষষ্ঠীর বিধি নাতি, নাতনি-সহ মেয়ে জামাইকে এদিন নিমন্ত্রণ জানানো হয়। তারপর তাঁদের সামনে বসিয়ে ভুরিভোজ করান শ্বাশুড়ি ও বাড়ির অন্য মহিলারা। নানাবিধ সুস্বাদু খাবারের সঙ্গে হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। জামাই বাবাজিও অবশ্য খালি হাতে শ্বশুরবাড়ি যান না। মিষ্টির হাঁড়ি, শাশুড়ি মায়ের জন্য নতুন শাড়ি, শ্বশুর মশায়ের জন্য নতুন পাঞ্জাবি তাঁর সঙ্গেও থাকে। ছোট শালী থাকলে তো আর কথাই নেই। তার জন্য স্পেশাল কিছু নিয়ে যাওয়া।  জামাই ষষ্ঠী একটা আলাদা মাত্রা নিয়ে নেয় ? এখনকার দিনে অবশ্য বেশিরভাগ শহুরে পরিবারেই জামাই ষষ্ঠীর কাছাকাছি একটা ছুটির দিন দেখে কোনও রেস্তোরাঁয় গিয়েই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলা হয়। তবু জামাই ষষ্ঠী আজও জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ককে আরও মধুর করে তোলে জামাই ষষ্ঠীতে। বাজারে মিষ্টির দোকানে উপচে পড়া ভিড় । শিল্পতালুক হলদিয়া বাড় বাসুদেবপুর সাহুবাজার রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, ব্রজলাল চক  হাইরোড চন্দন মিষ্টান্ন ভান্ডার,চৈতন্যপুর, সুতাহাটা, দুর্গাচক শ্রীকৃষ্ণ সুইটস, টাউনশিপ, গিরিশ মোড় সত্যনারায়ণ সুইটস দোকানে ছিল দেখার মত একান্ন কেনার লাইন। শিল্প তালুকে ব্রজলালচক হাইরোড মোড়ে ফলের দোকান  অনেকগুলি রয়েছে। বিভিন্ন সুস্বাদু সাদের আম, মুসম্মি লেবু আপেল অন্যান্য বারের থেকে দাম বাড়েনি।  তবে এবারে আমের চাহিদা কম রয়েছে। চৈতন্যপুরে এক বস্ত্র ব্যবসায়ী বললেন আধুনিক যুগের ছাপ পড়েছে শাশুড়ি মায়েদের জন্য জামাই বাবাজি শাড়ি কিনে নিয়ে যাচ্ছে কিন্তু জামাই বাবাজির জন্য শাশুড়ি মায়েরা কোন পোশাক কিনছে না তারা অর্থ ধরিয়ে দিচ্ছে জামাইবাবাজীবনের হাতে। লোকসভা নির্বাচন সদ্য সমাপ্ত হয়েছে প্রচন্ড তাপপ্রবাহ চলছে তারই মধ্যে জামাইষষ্ঠীর বাজার শিল্প তালুক এখন জমজমাট।

No comments