ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/S9OPuKxTKgs
মহিষাদলের ২৪৮ তম বর্ষের রথ সংস্কারের কাজ শুরু
মহিষাদল রথযাত্রার কমিটির উদ্যোগে প্রতিবছর মেলা বসে। এবছর মেলা বসবে তার জন্য রথের পাশাপাশি অনেক অস্থায়ী দোকান থাকে সেই দোকানগুলি সরিয…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/S9OPuKxTKgs
মহিষাদলের ২৪৮ তম বর্ষের রথ সংস্কারের কাজ শুরু
মহিষাদল রথযাত্রার কমিটির উদ্যোগে প্রতিবছর মেলা বসে। এবছর মেলা বসবে তার জন্য রথের পাশাপাশি অনেক অস্থায়ী দোকান থাকে সেই দোকানগুলি সরিয়ে নিলেন এবং রথ সংস্কারের কাজ শুরু হল।আর মাত্র একমাস পরেই এই রথযাত্রা শুরু হবে এই রথযাত্রা সারা রাজ্যের এক অতুলনীয় এই রথযাত্রা বিভিন্ন জেলা এবং রাজ্য থেকে রথ দেখার জন্য মানুষ ছুটে আছেন।
ভারতবর্ষের একমাত্র কাঠের রথ হল মহিষাদলের প্রাচীন এই রথ। মহিষাদল এর রথ মদন গোপাল জিউর রত নামে খ্যাত। মদন গোপাল জিউর সঙ্গে থাকেন জগন্নাথ ও রাজবাড়ির শিলা গ্রাম শিলা শ্রীধর জিউ। সূত্রে জানা যায়, মহিষাদল এর রথ এর উচ্চতা ৫০ ফুট, অতীতে রথের ১৭ চুড়া থাকলেও বর্তমানে তা ১৩টি চুড়াতে সীমাবদ্ধ। লোহার পাত দিয়ে মোড়া ৩৪ টি চাকা রয়েছে। রথযাত্রা উপলক্ষে আম-কাঁঠালের বিশাল বাজার তৈরি হয়। আগামী ৭ জুলাই রথযাত্রা শুরু হবে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার সাথে সাথেই মহিষাদল রথযাত্রা এখন সাধারণ মানুষ অপেক্ষার দিন গুনছে।।
No comments