Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ কর্কটসংক্রান্তি, ১৪ ঘণ্টার দিন, সবচেয়ে বড়

আজ কর্কটসংক্রান্তি, ১৪ ঘণ্টার দিন, সবচেয়ে বড়আজ ২১ জুন, উত্তর অয়নান্ত দিবস বা কর্কটসংক্রান্তি। উত্তর অয়নান্ত হল পৃথিবীতে সংঘটিত একটি অয়নান্ত,গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর সাধারনত ২১জুন (জুন মাসের ২০ হতে ২২ তারিখের মধ্যে…

 




আজ কর্কটসংক্রান্তি, ১৪ ঘণ্টার দিন, সবচেয়ে বড়

আজ ২১ জুন, উত্তর অয়নান্ত দিবস বা কর্কটসংক্রান্তি। উত্তর অয়নান্ত হল পৃথিবীতে সংঘটিত একটি অয়নান্ত,

গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর সাধারনত ২১জুন (জুন মাসের ২০ হতে ২২ তারিখের মধ্যে) এটি সংঘটিত হয়। উত্তর গোলার্ধে উত্তর অয়নান্ত হল গ্রীষ্মকাল; অপরদিকে দক্ষিণ গোলার্ধে এই সময়ে শীতকাল বিরাজ করে। ২১ মার্চ তারিখে সূর্য নিরক্ষরেখা অতিক্রম করার পর, পৃথিবী যতই তার কক্ষপথে অগ্রসর হয় ততই পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকতে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরবর্তী হতে থাকে। এর ফলে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ক্রমশ বৃদ্ধি পায় এবং রাতের দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেতে থাকে। আজকের দিনে সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয় বলে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত্রি হয় (১৪ ঘন্টা দিন এবং ১০ ঘন্টা রাত্রি)। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা হয়। এই সময়ে সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌঁছায় বলে এই দিনকে উত্তর অয়নান্ত দিবস বা কর্কট সংক্রান্তি বলে।

No comments