Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঠ্য পুস্তক বিতরণ

পাঠ্য পুস্তক বিতরণ
হলদিয়ার জয়নগর হাই স্কুলে 'বুক ব্যাঙ্ক'-এর উদ্যোগে ও হলদিয়া এনার্জি লিমিটেডের আর্থিক সহযোগীতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১৫৫ জন দুস্হ-মেধাবী ছাত্রছাত্রীর হাতে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়৷
বুক ব্যাঙ্কের কর্ণধার …

 



পাঠ্য পুস্তক বিতরণ


হলদিয়ার জয়নগর হাই স্কুলে 'বুক ব্যাঙ্ক'-এর উদ্যোগে ও হলদিয়া এনার্জি লিমিটেডের আর্থিক সহযোগীতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১৫৫ জন দুস্হ-মেধাবী ছাত্রছাত্রীর হাতে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়৷


বুক ব্যাঙ্কের কর্ণধার শিক্ষক কানাই মহন্তর কথায়,"মাত্র দশ শতাংশ মূল্যে এই পাঠ্য পুস্তক পেয়ে  শুধু এই স্কুলই নয়,বাইরের স্কুলের ছাত্রছাত্রীরাও ভীষণভাবে উপকৃত হয় এই 'বুক ব্যাঙ্ক'-এর মাধ্যমে৷বছরে প্রায় বার লাখ টাকার বই লেনদেন হয় এই খানে৷" কলা ও বিজ্ঞান বিভাগের ৪৬৫০ টাকা ও ২২০০ টাকা মূল্যের বই মাত্র ৪৬৫ টাকা ও ২২০ টাকার বিনিময়ে ছাত্রছাত্রীরা এই বই পেয়ে থাকে প্রতিবছর৷একাদশ শ্রেণীর রিয়া পাত্র জানায়, "বুক ব্যাঙ্ক  আছে বলে আমাদের মত ছাত্রছাত্রীদের ষষ্ঠ শ্রেণী থেকে এখনও কোন বই কিনতে হয়নি ৷"

      আজকের  এই বই বিতরণী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন হলদিয়া এনার্জি লিমিটেডের প্ল্যান্ট হেড সোমনাথ দত্ত,চিফ ম্যানেজার,সি.এস.আর আন্ড অ্যামিন সত্যজিত গাঙ্গুলি,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সাহু,বুক ব্যাঙ্কের কর্ণধার কানাই মহন্ত প্রমূখ৷

No comments