তৃণমূলের ওয়ার্ড সভাপতির আবেদন মুখ্যমন্ত্রীর নিকটhttps://youtu.be/utUNaekHgQMপূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়া টাউন শিপ্ মোহনা মিনি মার্কেট পোগরেসিভ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাননীয়া মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যো…
তৃণমূলের ওয়ার্ড সভাপতির আবেদন মুখ্যমন্ত্রীর নিকট
https://youtu.be/utUNaekHgQM
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়া টাউন শিপ্ মোহনা মিনি মার্কেট পোগরেসিভ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাননীয়া মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত আবেদন।গত কাল ৯ জুন রবিবার দুপুর ১ টা নাগাদ এই মার্কেটের ব্যবসায়ী অনিল জানা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য হচ্ছে কিছু দুষ্কৃতী কে এনে মার্কেটে অফিসের গেটের তালা ভাঙে এবং রুমের তালা ভেঙে দামী আসবাব পত্র লুঠ করে নিয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেসের ঝাণ্ডা লাগিয়ে জবর দখল করেছে। সেই সাথে মার্কেটের দোকানদারদের হুমকি দেওয়া হচ্ছে বহিরাগত লোক এনে মার্কেটের দোকান লুঠ করবে দরকার হলে লাস ফেলে দেবে । এমত অবস্থায় লোকাল থানায় অভিযোগ জানিয়ে কোনও সুরাহা তো হয়নি উপরন্তু রাত্রি দশটার পরে দুষ্কৃতী দিয়ে দোকানদারদের প্রচন্ড মার ধোর করা হচ্ছে। লোকাল প্রশাসন এদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিচ্ছে না। এই দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে তৃণমূল কংগ্রেস দলটিকে জনগণ থেকে বিচ্যুত করতে চাইছে। তাই টাউনশিপ মোহনা মিনি মার্কেট প্রোগ্রেসিভ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অসহায় মানুষের প্রতিবাদী কন্ঠ মাননীয়া মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত আবেদন যে এই সঠিক তথ্য অনুধাবন করিয়া এই দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনত ব্যবস্থা নেবেন এবং আমরা ব্যবসায়ীরা যাতে শান্তিতে আমাদের মার্কেটে ব্যবসা করতে পারি এবং আমাদের অফিস ঘরটি ফিরে পেতে পারি তাহার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। ইতি বিনীত
শ্রী স্বপন মাইতি সম্পাদক মার্কেট কমিটি এবং দলের জন্ম লগ্ন থেকে একনিষ্ঠ কর্মী। বর্তমান সভাপতি ১৯ নং ওয়ার্ড হলদিয়া টাউন।
No comments