লোকসভা ভোটে হলদিয়া পুর এলাকায় তৃণমূলে ভরাডুবি ঘটেছে । সার্বিক ভোটের রেজাল্টে বিজেপি এগিয়ে থাকলেও বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক পর্যালোচনায় তৃণমূলের পিছিয়ে থাকার ব্যবধান উল্লেখযোগ্য । মোট ২৯ টি ওয়ার্ড রয়েছে পুর এলাকায় । তার মধ্য…
লোকসভা ভোটে হলদিয়া পুর এলাকায় তৃণমূলে ভরাডুবি ঘটেছে । সার্বিক ভোটের রেজাল্টে বিজেপি এগিয়ে থাকলেও বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক পর্যালোচনায় তৃণমূলের পিছিয়ে থাকার ব্যবধান উল্লেখযোগ্য । মোট ২৯ টি ওয়ার্ড রয়েছে পুর এলাকায় । তার মধ্যে সাতটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের লিড রয়েছে । বাকি ২২টি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি । দেখা গিয়েছে সুতাহাটা পঞ্চায়েত এলাকা লাগোয়া এই পুরসভার এক নম্বর ওয়ার্ডে বিজেপি পেয়েছে ২৬৩২ টি ভোট । সেখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ১৬৮১ টি । বিজেপির লিড ৯৫১ ভোট । ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি পেয়েছে ৩০৭২ টি ভোট । তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৫৮৩ ভোট । সেই জায়গায় বিজেপির ব্যবধান ১৪৮৯ ভোট । এমনিভাবে পুরসভার ৩,৪,৫,৬, ৮,৯,১০ ,১১, ১৩,১৫ ,১৬,১৮,১৯,২০,২১,২২,২৩,২৪,২৫,২৬,২৮ এবং ২৯ নম্বর ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি । অন্যদিকে ২,৭, ১২ ,১৪ ,১৬ ,১৭ এবং ২৭ নম্বর ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস । পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে যা তমলুক সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আজগর আলির ওয়ার্ড বলে পরিচিত সেই জায়গায় ৩১৭৪ টি ভোট লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস । হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মন্ডল যে এলাকায় বাস করেন সেই ৫ নম্বর ওয়ার্ড, ৬ নম্বর ওয়ার্ড সহ পাশাপাশি ওয়ার্ডগুলিতে পিছিয়ে তৃণমূল কংগ্রেস । সার্বিকভাবে হলদিয়া পুরসভার ২৯ টি ওয়ার্ডে বিজেপির প্রাপ্ত ভোট ৬৭৪০৯ টি এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫৩৩২৭ ভোট । এই শহর এলাকায় বিজেপি লিড পেয়েছে মোট ১৪০ ৮২ টি ভোট । এ বিষয়ে জানতে হলদিয়া সহ তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মন্ডলকে ফোন করা হয় । ফোন বাজলেও তিনি ফোন ধরেননি । হলদিয়া শহর এলাকায় লিড পাওয়ার প্রসঙ্গ টেনে বিজেপির রাজ্য কমিটির সদস্য, স্থানীয় বিজেপি নেতা শ্যামল মাইতি জানিয়েছেন,"আমরা মানুষের সঙ্গে আছি । আর মানুষ তৃণমূলের থেকে সরে গিয়েছে তৃণমূলের দুর্নীতি মিথ্যাচারের প্রতি ঘৃণা ছুড়ে । লোকসভা ভোটে হলদিয়ার মানুষ বেছে নিয়েছে পছন্দের দলকে । আগামী দিনে হলদিয়া পৌরসভা ভোটেও আমরা ভালো ফল করব ।"
No comments