Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 22, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পেট্রল পাম্পে বিক্ষোভ

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পেট্রল পাম্পে বিক্ষোভপাঁচ মাস বেতন না পেয়ে বৃহস্পতিবার মহিষাদলের তাজপুরে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পেট্রল পাম্পে বিক্ষোভ দেখালেন কর্মীরা। রীতিমতো ব্যানার টাঙিয়ে দিনভর কর্মবিরতি চালান পাম্পের ২০-২২জন ক…

 


রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পেট্রল পাম্পে বিক্ষোভ

পাঁচ মাস বেতন না পেয়ে বৃহস্পতিবার মহিষাদলের তাজপুরে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পেট্রল পাম্পে বিক্ষোভ দেখালেন কর্মীরা। রীতিমতো ব্যানার টাঙিয়ে দিনভর কর্মবিরতি চালান পাম্পের ২০-২২জন কর্মী। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই পাম্পটি ভারত পেট্রলিয়ামের নিজস্ব। হলদিয়ার একটি ঠিকাদার সংস্থা ওই পাম্প অপারেট করে। কর্মীদের অভিযোগ, জানুয়ারি মাস থেকে তাঁদের বেতন হয়নি। এছাড়া ওই সংস্থা গত অক্টোবর মাস থেকে কর্মীদের পিএফ ও ইএসআইয়ের টাকা জমা করেনি। ফলে ইএসআইয়ের কার্ড বাতিল হয়ে গিয়েছে। কোনও ধরনের সুবিধা পাচ্ছেন না। কর্মীরা বলেন, ধারদেনা করেও আর সংসার চলছে না। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস পৌঁছয়। তবে পুলিসের মধ্যস্থতায় মিটিং হয়েছে। পাম্পের ম্যানেজার সঞ্জয়কুমার সোয়াইন বলেন, অপারেটরের সমস্যা ছিল। আগামী ২০জুলাইয়ের মধ্যে সমস্যার সমাধান হবে। 

No comments