Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কলকাতায় আন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসব ও কবিদের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে

কলকাতায় আন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসব ও কবিদের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে 
সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃআন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসব কলকাতা কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাষ্ট হল শিয়ালদহ অনুষ্ঠিত হয়েছে মহা ধুমধামে। পঞ্চবান কাব্য …

 




কলকাতায় আন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসব ও কবিদের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে 


সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃআন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসব কলকাতা কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাষ্ট হল শিয়ালদহ অনুষ্ঠিত হয়েছে মহা ধুমধামে। 

পঞ্চবান কাব্য ঘরানার স্রষ্টা সুশান্ত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমল দে সিকদার, প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ থেকে ছিলেন অধ্যাপক ডঃ সন্দীপক মল্লিক, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক মির আব্দুল আলিম, মানবিক সমাজকর্মী মানব পাচার প্রতিরোধ কমিটির চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, সমাজ কর্মী রুহুল আমীন ও সাংবাদিক আব্দুল হাই মিলন, ভারতের সন্মানিত অতিথি ছিলেন আন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসবের উপদেষ্টা বরুণ চক্রবর্তী, বিশিষ্ট কথা সাহিত্যিক দিলীপ রায়, কবি বকুল বৈরাগী, প্রদীপ আচার্য্য, কবি আশা সরকার, নবলতা শীল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ কলম* শ্রীবিদ্যা গুহ রায়, গোপাল চক্রবর্তী,সুকুমার সাহা,সূচনা গাঙ্গুলী, মুকুল চক্রবর্তী, সুমন মুখোপাধ্যায়,নন্দিনী লাহা সহ ৩০০ জন কবি সাহিত্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 আন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসব অনুষ্ঠানের আয়োজক পঞ্চবান কাব্য স্রষ্টা সুশান্ত ঘোষ আরো জানান পঞ্চবান কবিতা সর্বদা পাঁচটি লাইনের, কোন অবস্থাতেই পাঁচ লাইনের বেশি বা কম হবে না, পঞ্চবান কবিতার প্রতি লাইনে পাঁচটি শব্দ ব্যবহার করতে হবে। কোন অবস্থাতেই কম বা বেশি নয়। পঞ্চবান কবিতা গদ্যে বা পদ্যে, মাত্রা বা ছন্দে পঞ্চবান কবিতা একটি পূর্ণাঙ্গ কবিতা, স্বভাবতই পঞ্চবান কবিতায় সবসময় একটি সঠিক বার্তা থাকবে। পঞ্চবান কবিতায় একটি সঠিক নামকরণের ব্যবস্থা করতে হবে।

আন্তর্জাতিক পঞ্চবান কবিতা চর্চা পর্ষদের কবিদের বিভিন্ন ক্যাটাগরিতে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। 

৯ জুন রবিবার পাঁচ বছরের পঞ্চবান কবিতা উৎসবে পঞ্চবান স্রষ্টা শ্রী সুশান্ত ঘোষ মহাশয়ের আয়োজনে কবিদের সবার অতি প্রিয় আন্তর্জাতিক পৃষ্ঠপোষক ও প্রকাশক শ্রী নিগমানন্দ মন্ডল মহাশয়ের উপস্থিতি অনুষ্ঠানকে আনন্দ মুখরিত করে তোলে।

তিনি আরো জানান আন্তর্জাতিক নয় শব্দের পরমাণু গল্পের তৃতীয় বর্ষের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৪\০৭\২০২৪ রবিবার কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে, ঠিক দুবছর আগেই প্রকাশিত হয়েছিল আমার কলমে বিশ্বের প্রথম নয় শব্দের মধ্যে বৃহত্তর গল্পের সারসংক্ষেপ নিয়ে পরমাণু গল্পের একক গ্রন্থ অ্যাটম_বোম। শ্রদ্ধার সঙ্গে সারা বিশ্বের সেই সমস্ত সাহিত্যিক বন্ধুদের যাঁরা এই নয় শব্দের মধ্যে বৃহত্তর গল্পের সারসংক্ষেপ নিয়ে নামকরণ সহ পরমাণু গল্প লিখে চলেছেন তাদের আমন্ত্রণ জানান আয়োজক সুশান্ত ঘোষ।

No comments