বাজি বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার
গত রবিবার ৯ ই জুন রাতে কোলাঘাটের পয়াগ গ্রামে বাজি বিস্ফোরণের ঘটনায় তোলপাড় হয়েছিল সারা জেলা জুড়ে, উসকে দিয়েছিলো এগরার খাদেকুলের স্মৃতি, বিস্ফোরণের তীব্রতায় সম্পূর্ণ ধুলিস্যাৎ হয়ে যায়…
বাজি বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার
গত রবিবার ৯ ই জুন রাতে কোলাঘাটের পয়াগ গ্রামে বাজি বিস্ফোরণের ঘটনায় তোলপাড় হয়েছিল সারা জেলা জুড়ে, উসকে দিয়েছিলো এগরার খাদেকুলের স্মৃতি, বিস্ফোরণের তীব্রতায় সম্পূর্ণ ধুলিস্যাৎ হয়ে যায় দুটি পাকা বাড়ি, ঘটনা গুরুতর জখম হন একজন, বেআইনি বাজির কারবার চলত যার বাড়িতে,সেই আনন্দ মাইতিকে গত ১০ ই জুন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুর থেকে গ্রেফতার করে কোলাঘাট থানার পুলিশ।কোলাঘাট থানা থেকে আজ তাকে নিয়ে আসা হলো তমলুক আদালতে।,কিভবে বাজি বিস্ফোরণহল। তা জানেন না বলেই জানান আনন্দ মাইতি।
No comments