Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ থেকে বন্ধ পাঁচ দিনের জন্য কুকড়াহাটি ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস

আজ থেকে বন্ধ পাঁচ দিনের জন্য  কুকড়াহাটি ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/S5bfxxVVMZk
হলদিয়া থেকে কলিকাতা পৌঁছে যাবার খুব কম সময়ে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস অথবা কুকড়াহাটি রায়চক ফেরি সার্ভি…

 



আজ থেকে বন্ধ পাঁচ দিনের জন্য  কুকড়াহাটি ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/S5bfxxVVMZk


হলদিয়া থেকে কলিকাতা পৌঁছে যাবার খুব কম সময়ে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস অথবা কুকড়াহাটি রায়চক ফেরি সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুকড়াহাটি হয়ে ডায়মন্ড হারবার পার হয়ে শিয়ালদা পৌঁছানোর জন্য ট্রেন যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এছাড়া কাকদ্বীপ যেতে হলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। সেই ফেরি সার্ভিস মাসের মধ্যে প্রায় ছয় থেকে সাত বার নোটিশ জারি করে বন্ধ।  মানুষকে নাজেহাল হচ্ছেন। গত নির্বাচনের আগে থেকেই জেঠি মেরামতী করার জন্য প্রায় তিনবার বন্ধ হয়েছে আবার চালু করেছেন।

 কিন্তু আবার নতুন করে ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস নোটিশ জারি করলেন আগামী ১৯ থেকে ২৩ জুন (পাঁচ দিন) পর্যন্ত বন্ধ থাকবে ফেরি সার্ভিস সাধারণ মানুষের কথা মাথায় রেখে যাতে বিকল্প জেঠি ঘাটে সার্ভিস চালু রাখা যায় তার আবেদন করলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী।

No comments