Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ইসকনের উদ্যোগে দ্বিতীয় বছরের রথযাত্রা সেজে উঠেছে শিল্প শহর হলদিয়া

হলদিয়া ইসকনের উদ্যোগে দ্বিতীয় বছরের রথযাত্রা সেজে উঠেছে শিল্প শহর হলদিয়া পূর্ব মেদিনীপর জেলার প্রায় ৩০০ বছরের পুরাতন রথযাত্রা মহিষাদল গোপালজিউর রথযাত্রা, হলদিয়া হাজরা মোড় চিরঞ্জিবপুর, হলদিয়া টাউনশিপ, চকদ্বীপা পূর্ব ব্রজলাল…

 



হলদিয়া ইসকনের উদ্যোগে দ্বিতীয় বছরের রথযাত্রা সেজে উঠেছে শিল্প শহর হলদিয়া

 পূর্ব মেদিনীপর জেলার প্রায় ৩০০ বছরের পুরাতন রথযাত্রা মহিষাদল গোপালজিউর রথযাত্রা, হলদিয়া হাজরা মোড় চিরঞ্জিবপুর, হলদিয়া টাউনশিপ, চকদ্বীপা পূর্ব ব্রজলাল চক, ক্ষুদিরাম নগর, এবারের আকর্ষণ দ্বিতীয় বৎসরে পদার্পণ করলো হলদিয়া ইসকন রাধা পার্থ সারথি মন্দিরে দ্বারা রথযাত্রা। (সংবাদ মাধ্যমের মুখোমুখি) হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইন হলেন মন্দিরের সেবাইত ইনচার্জ লক্ষ্মী গোবিন্দ দাস।

 আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। এ বছর ৭ জুলাই রথ। এই তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে নগর ভ্রমণে বের হবেন। দ্বিতীয়া তিথির সময় ও জগন্নাথ, সুভদ্রা ও বলরামের রথ সম্পর্কে নানান খুঁটিনাটি তুলে ধরলেন ।জগন্নাথ অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বর। জগন্নাথ স্বরূপে আসলে বিষ্ণুর পুজো করা হয়। আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়। এ দিন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা রথে করে নগর ভ্রমণে বের হন। পুরীর রথযাত্রা বিশ্ব বিখ্যাত। তবে পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ-সহ ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে রথযাত্রার আয়োজন করা হয়। স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, পদ্ম পুরাণ ও ব্রহ্ম পুরাণে রথযাত্রার উল্লেখ রয়েছে। এ বছর কবে পালিত হবে রথযাত্রা, কেন এই উৎসব পালিত হয়, সে সংক্রান্ত নানান তথ্য তুলে ধরেন।কবে রথযাত্রা? রথযাত্রায় বিশেষ আকর্ষণ বিদেশি ভক্তদের উপস্থিত 

হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির সূচনা হবে ৭ জুলাই সকাল ৪টে ২৬ মিনিটে। এই তিথি সমাপ্ত হবে ৮ জুলাই সকাল ৪টে ৫৯ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী ৭ জুলাই রথযাত্রা পালিত হবে। মন্দির সূত্রে জানা যায় হলদিয়া ইসকন রায়রা চক বালুঘাটা পিসি রায় হাসপাতাল সংলগ্ন এলাকায় অবস্থিত। মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হবে গণ্ডিচা মন্দির এবারে তৈরি হয়েছে হলদিয়া ক্ষুদিরাম নগর হলদিয়া সার্বজনীন দুর্গোৎসব  কমিটির প্রাঙ্গনে (পৌর পাঠভবন সংলগ্ন মাঠে) সেখানেই সাত দিন ধরে চলবে মেলা, নামকীর্তন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান,ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ। কয়েকদিন পরেই  রথের মেলা তার জন্যই শিল্পশহর হলদিয়া ক্ষুদিরাম নগর সেজে উঠছে।

No comments