Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় সড়ক কর্তৃপক্ষ! সময় দিল আরো ৭ দিন

সরকারি রাস্তা দখলমুক্ত করতে সময় দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ সাত দিন
জাতীয় সড়ক কর্তৃপক্ষ! সময় দিল আরো ৭ দিন ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/G3k6v9h4Zhw
হলদিয়ার ব্রজলালচক মোড় থেকে এবার বেআইনি দখলদার সরাতে তৎপর হয়েছে জাতী…

 



সরকারি রাস্তা দখলমুক্ত করতে সময় দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ সাত দিন


জাতীয় সড়ক কর্তৃপক্ষ! সময় দিল আরো ৭ দিন 

ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/G3k6v9h4Zhw


হলদিয়ার ব্রজলালচক মোড় থেকে এবার বেআইনি দখলদার সরাতে তৎপর হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ । হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে খবরের জেনেই রবিবার সকালে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে আধিকারিক, হলদিয়া ব্লকের বিডিও সৌরভ মাজী, ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক, স্থানীয় ভবানীপুর থানার পুলিশ অফিসার যৌথভাবে ব্রজলালচক  মোড়ে দোকানদারদের দোকান সরিয়ে নেওয়ার সাতদিন সময়সীমা বেঁধে দিলেন ।  অন্যথায় আইনি পদক্ষেপ করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে । 

          ব্রজলালচক মোড়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের জায়গায় রয়েছে ২৩৯ টি দোকান । হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি দখলদার সরানোর কাজ করছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ । যার ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে হলদিয়া-কোলাঘাট ১১৬ নম্বর জাতীয় সড়ক ছুঁয়ে থাকা হলদিয়ার ব্রজলালচক মোড়ে । দুর্ঘটনার প্রসঙ্গ টেনে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন । চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট ব্রজলালচক মোড় থেকে বেআইনি দখলদার সরানোর নির্দেশ দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে । তাতে বলা হয়েছিল তিন সপ্তাহের মধ্যে দখলদার মুক্ত করতে হবে ওই ব্যস্ত মোড় থেকে । কিন্তু সেই সময় লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে নিজেদের অক্ষমতা জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই কাজ করতে পারছিল না । বাড়তি সময় চেয়ে ভোটের পরেই তারা সেই কাজে হাত দেওয়া হবে বলে আদালতকে জানিয়েছিল ।  ভোট পর্ব কেটে গিয়েছে । এবার তাই ব্রজলালচক মোড়ে বেআইনি দখলদার মুক্ত করতে মাঠে নেমেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ । স্থানীয় বাসিন্দা আলোক রঞ্জন দাস জানিয়েছেন," জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতাকে কোনভাবেই সমর্থন করছেন না এলাকার মানুষ । তাদের নজরদারির অভাবে সারা ব্রজলালচক মোড় জুড়ে বেআইনি দোকান ভরে গিয়েছে । হেঁটে চলা দায় হয়ে পড়েছে । আর সেজন্যই বারবার দুর্ঘটনা ঘটছে এই ব্যস্ত জনবহুল মোড়টিতে ।" জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক অজয় সিং জানিয়েছেন,"আমরা হাইকোর্টের নির্দেশকে কার্যকরী করতে এককাট্টা  । যে সমস্ত দোকান বেআইনিভাবে বসেছে আমাদের জায়গার ওপর, তাদের সরিয়ে দিতে আমরা বিন্দুমাত্র আপোষ করব না । আমরা তাদেরকে সাত দিনের মধ্যে সরে যেতে নির্দেশ দিয়েছি । আর তা না মেনে চললে, আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব ।" স্থানীয় হলদিয়া ব্লকের বিডিও সৌরভ মাজী জানিয়েছে,"আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দখলদার মুক্ত করার অভিযানে সহযোগিতা করছি । স্থানীয় প্রশাসন হিসেবে এটা আমাদের কর্তব্য ।" দখলদার মুক্ত হয়ে ব্রজলালচক মোড় পরিচ্ছন্ন রূপ পাবে । যত্রতত্র হাই রোড মোড়ের উপর বাস দাঁড়িয়ে যায় হলদিয়া ভবানীপুর থানা, তরফ থেকে সেই সকল বাস কর্মচারীদের নির্দিষ্ট জায়গায় দাঁড়ানোর জন্য সতর্কীকরণ করল। ব্রজলাল চক বাজারের চারটি বাজার কমিটি সদস্যরা কোনমতেই সাত দিন সময় মেনে নিতে পারছে না ।সাত দিনের মধ্যে দোকান ভেঙ্গে নেওয়া সম্ভব নয় বলেও জানালেন। তাহলে কি  বন্ধ হয়ে যাবে ফুটপাত দখল করে অবৈধ দোকান যারা বসে রয়েছে উচ্ছেদের কাজ। বিশেষ সূত্রে জানা যায় এবারে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনোভাবে কোন কথা শুনতে নারাজ, তাদের জায়গা অবৈধ দখলমুক্ত করবেই। কেবলমাত্র সময় বেঁধে দিলেন মাত্র সাত দিন। তাহলে কি বাড়বে নিরাপত্তা । সেই অপেক্ষায় রয়েছেন স্থানীয় মানুষজন ।




No comments