Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২২ লক্ষ টাকার ভোজ্যতেল নিয়ে উধাও হলদিয়ার ট্রাক

২২ লক্ষ টাকার ভোজ্যতেল নিয়ে উধাও হলদিয়ার ট্রাকহলদিয়া থেকে বিহার যাওয়ার পথে মাঝরাস্তায় ফের উধাও হয়ে গেল ২২ লক্ষাধিক টাকার ভোজ্যতেল বোঝাই ট্রাক। হলদিয়ার একটি নামী সংস্থার ভোজ্যতেল ভর্তি টিন নিয়ে ওই ট্রাক হলদিয়া থেকে বিহারের পাটনা স…

 


২২ লক্ষ টাকার ভোজ্যতেল নিয়ে উধাও হলদিয়ার ট্রাক

 

হলদিয়া থেকে বিহার যাওয়ার পথে মাঝরাস্তায় ফের উধাও হয়ে গেল ২২ লক্ষাধিক টাকার ভোজ্যতেল বোঝাই ট্রাক। হলদিয়ার একটি নামী সংস্থার ভোজ্যতেল ভর্তি টিন নিয়ে ওই ট্রাক হলদিয়া থেকে বিহারের পাটনা সিটির উদ্দেশে যাচ্ছিল। মাঝরাস্তায় ট্রাকটি রহস্যজনকভাবে উধাও হয়েছে বলে ভবানীপুর থানায় অভিযোগ হয়েছে। ঘটনার ১০দিন পরও ট্রাক ও পণ্যের কোনও হদিশ মেলেনি। পুলিস জানিয়েছে, গত ১১ জুন সিটিসেন্টার সংলগ্ন গোকুল অ্যাগ্রো রিসোর্সেস লিমিটেড ভোজ্যতেল কারখানায় লোডিং করে ট্রাকটি পাটনার উদ্দেশে রওনা দেয়। ওই ট্রাকে ১৪৪০টিন মাহেক গোল্ড পামোলিন অয়েল লোড করা হয়েছিল। প্রায় ২৩ টন তেল বোঝাই হয়েছিল।

ভোজ্যতেলের মূল্য (ইনভয়েস ভ্যালু) ২২ লক্ষ ২৮ হাজার ৬৮৮টাকা। পাটনা সিটির মালসামি এলাকার অনুপ স্টোর্স ওই তেল বুকিং করেছিল। গোকুল সংস্থার ম্যানেজার (হিউম্যান রিসোর্স) ভবানীপুর থানায় অভিযোগ করেছেন, ট্রাকটি প্ল্যান্ট থেকে বেরনোর পর এক দু'দিন পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়। কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্গাচকের একটি সংস্থা ট্রাকের ব্যবস্থা করেছিল। গাড়ির ড্রাইভার কোলকাতার এবং গাড়ির মালিকের বাড়ি হাওড়ার পাঁচলা এলাকায়। ট্রান্সপোর্টারের সহযোগিতায় খোঁজার চেষ্টা হলেও ১০ দিন পরও হদিস নেই। শেষমেস পুলিসের দ্বারস্থ হয়েছে গোকুল সংস্থা। হলদিয়ার ভবানীপুর থানা এলাকাতেই বেশি ভোজ্যতেলের কারখানা রয়েছে। সবচেয়ে বেশি গাড়ি উধাও হচ্ছে ওই থানা এলাকার কারখানাগুলি থেকেই।

No comments