Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আইএসএফ ব্লক সভাপতি সবেমিরাজ খাঁনের ১৪ দিনের জেল হেফাজত

আইএসএফ  ব্লক সভাপতি সবেমিরাজ খাঁনের ১৪ দিনের জেল হেফাজত নন্দীগ্রামের রাজনৈতিক সংঘর্ষে জড়িত স্থানীয় ব্লক আইএসএফ সভাপতি সবেমিরাজ খাঁনের ১৪ দিনের জেল হেফাজত হল । বুধবার হলদিয়া মহকুমা আদালত এই নির্দেশ দিয়েছে । মঙ্গলবার নন্দীগ্রাম…

 


আইএসএফ  ব্লক সভাপতি সবেমিরাজ খাঁনের ১৪ দিনের জেল হেফাজত 

নন্দীগ্রামের রাজনৈতিক সংঘর্ষে জড়িত স্থানীয় ব্লক আইএসএফ সভাপতি সবেমিরাজ খাঁনের ১৪ দিনের জেল হেফাজত হল । বুধবার হলদিয়া মহকুমা আদালত এই নির্দেশ দিয়েছে । মঙ্গলবার নন্দীগ্রামের বঙ্কিম মোড় এলাকায় বিজেপি - আইএসএফ জোটের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংঘর্ষ হয় । সেই ঘটনায় তৃণমূলের চারজন কর্মী গুরুতর রকম হয়েছেন । ঘটনায় জড়িত থাকার অভিযোগে নন্দীগ্রাম এক নম্বর ব্লক আইএসএফ সভাপতি সবেমিরাজ খাঁনকে‌ পুলিশ মঙ্গলবার রাতে গ্রেফতার করে । বুধবার হলদিয়া মহকুমা আদালত ধৃত আইএসএফ নেতাকে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে । আগামী ২ জুলাই ফের তাকে আদালতে তোলা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে । তবে এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন আইএসএফের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি আব্দুল বশির । তিনি বলেন,"বৃহস্পতিবার আমরা আদালতে সবেমিরাজের জামিনের আবেদন করবো । আমাদের নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করার প্রতিবাদে বুধবার নন্দীগ্রাম থানায় আমরা ডেপুটেশন দেব । তৃণমূলের জুলুমবাজির বিরুদ্ধে লড়াই চলবে ।" তবে আইএসএফের এই হুঙ্কারকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির । নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন,"বিজেপির সঙ্গে আইএসএফ গাটছড়া বেঁধে নন্দীগ্রামে তান্ডব করতে চাইছে । বাস্তবে তা করেছে । বিশ্বাসঘাতকের দল ওরা । ওদেরকে কোনভাবে আমরা নন্দীগ্রামের মাটিতে ঠাঁই দেব না । আমাদের কর্মীদের উপরে অন্যায় ভাবে আক্রমণ করেছে । আগামী দিনে তার জবাব দিতে হবে ওদের ।"মঙ্গলবার সংঘর্ষে জখম হওয়া তৃণমূল কর্মীরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল এবং তমলুক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তাদের সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে । ঘটনাস্থলে রয়েছে পুলিশ পিকেট এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি ।

No comments