ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/y6VD2ElcbGs
মাছের ভেড়ি থেকে উদ্ধার মৃত১
পূর্ব মেদিনীপুর জেলার কাস্ট খালি এলাকায় মাছের ভেড়ি থেকে একজনের দেহ উদ্ধার। সূত্রে জানা যায়, গভীর রাতে মোটর চালিত পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/y6VD2ElcbGs
মাছের ভেড়ি থেকে উদ্ধার মৃত১
পূর্ব মেদিনীপুর জেলার কাস্ট খালি এলাকায় মাছের ভেড়ি থেকে একজনের দেহ উদ্ধার। সূত্রে জানা যায়, গভীর রাতে মোটর চালিত পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। বাড়সুন্দরা এবং কাষ্ঠ খালি মধ্যস্থলে এক মাছের ভেড়িতে রাত্রিতে মোটর চালাতে গিয়ে মাছের ভেড়িতে পড়ে থাকে। নাম অনুপম মান্না বয়স ৪০ সকালবেলায় পরিবারের লোকেরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । বিদ্যুৎপৃষ্ঠ অস্বাভাবিক মৃত্যু ঘিরে সন্দেহে দানা বেঁধেছে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাড় উত্তরহিংলী গ্রাম পঞ্চায়েত ভবানীপুর থানা এলাকায়।ভবানীপুর থানার পুলিশ তৎক্ষণাৎ ওই এলাকায় গিয়ে মৃতদেহ নিয়ে আসে ময়না তদন্তের জন্য ।হলদিয়া মহকুমার হাসপাতালে ময়না তদন্তের জন্য মৃতদেহ রয়েছে। তবে এই ঘটনা কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায় দুই সন্তান ও স্বামী স্ত্রী নিয়ে বসবাস করতেন। বাড়ির একমাত্র উপার্জনশীল ছিলেন অনুপমবাবু। বর্তমান দুই সন্তান পড়াশুনা করছে। আগামী দিনে কিভাবে সংসার চলবে সে নিউ চিন্তায় রয়েছেন পরিবারের লোকেরা। এই ঘটনার তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।
No comments