৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃনড়াইলের লোহাগড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬জুন) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে সভায় সভাপতিত্…
৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃনড়াইলের লোহাগড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬জুন) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম ফয়জুল হক রোম।
এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম, সদ্য বিদায় নেওয়া সাবেক চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, কালা হোসেন লিয়ন, সিনিয়র সাংবাদিক সৈয়দ খায়রুল আলম সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নব-নির্বাচিত চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, উপজেলার প্রতিটি সেক্টর দৃষ্টিনন্দনকরা হবে। এ ছাড়া উপজেলা পরিষদ থেকে সাধারণ মানুষ যাতে সহজে সেবা পেতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এর আগে নতুন চেয়ারম্যান পরিষদের সকল সদস্য ও রাজনৈতিক নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প্যমাল্যা অর্পণ করেন।
No comments