লায়েন্স ক্লাব অফ প্রতাপদিঘী জন্ম বার্ষিকি উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠান!
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তরগত লায়েন্স ক্লাব অফ প্রতাপদিঘী জন্ম বার্ষিকি উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। এলাকায় ৪ জন প্রত…
লায়েন্স ক্লাব অফ প্রতাপদিঘী জন্ম বার্ষিকি উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠান!
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তরগত লায়েন্স ক্লাব অফ প্রতাপদিঘী জন্ম বার্ষিকি উপলক্ষে বাৎসরিক অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। এলাকায় ৪ জন প্রতিবন্দিদের আমেরিকান ট্রাই সাইকেল হুইল চেয়ার বিতরণ করা হয় ও এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর কৃতি ছাত্র ছাত্রিদের সংম্বর্ধনা জানানো হয়।সাত জনকে দেওয়া হয়।
প্রদিপ জ্জ্বালিয়ে সংগিতের মাধ্যমে ও কেক কেটে অনুষ্ঠান শুরু হয়।উপস্থিত ছিলেন লায়ন ডাঃ ভোলানাথ দাস।
লায়ন বরুন নন্দগোস্বামী।লায়ন স্বপন গিরি। লায়ন সলীলরঞ্চন সাউ।লায়ন সুভাষ দাস। লায়ন স্বপন রায়।
বিশেষ অথিতি ছিলেন বি ডি ও শঙ্খ ঘটক। পটাশপুর 2।
পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি।
2024-- 2025 নতুন সভাপতি হলেন কনক কান্তি দাস।
No comments