Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ওভার লোডিং করার অপরাধে দুটি ট্রাকের মালিকে মোটা অংকের টাকা জরিমানা দিতে হল

ওভার লোডিং করার অপরাধে দুটি ট্রাকের মালিকে মোটা অংকের  টাকা জরিমানা দিতে হল
ওভার লোডিং করার অপরাধে দুটি ট্রাকের মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা দিতে হল । হলদিয়া শিল্প তালুকের এই ঘটনা । জানা গিয়েছে ১৬ চাকার দুটি ট্রাক পণ্য বো…

 




ওভার লোডিং করার অপরাধে দুটি ট্রাকের মালিকে মোটা অংকের  টাকা জরিমানা দিতে হল


ওভার লোডিং করার অপরাধে দুটি ট্রাকের মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা দিতে হল । হলদিয়া শিল্প তালুকের এই ঘটনা । জানা গিয়েছে ১৬ চাকার দুটি ট্রাক পণ্য বোঝাই করে তাদের গন্তব্যে যাচ্ছিল । ট্রাফিক পুলিশের চোখ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল ট্রাকের চালকরা । কিন্তু তা আর সম্ভব হয়নি । হলদিয়ার বালার মোড়ে ট্রাক দুটিকে ধরে ফেলে ট্রাফিক পুলিশ । হলদিয়ার ট্রাফিক থানার ওসি রানা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,"১৬ চাকার দুটি ট্রাক । তাদের লোড ক্যাপাসিটি ৪৮ টন । সেই জায়গায় তারা ৬৮ টন পন্য বহন করেছিল । যেটা ট্রাফিক রুলবিরুদ্ধ কাজ । অতিরিক্ত ২০ টন অন্য তারা নিয়ে যাচ্ছিল । যার থেকে বিপদ ঘটতে পারত । সেই বেআইনি কাজের জন্য ট্রাক দুটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।" শিল্প তালুক হলদিয়ার সবকটি রাস্তায় ওভারলোডিং বন্ধ করতে কড়া নজরদারি করছে ট্রাফিক পুলিশ । ট্রাফিক পুলিশের এহেন কড়া নজরদারি অন্যান্য ট্রাক চালক, পণ্য পরিবহন সংস্থাকেও সতর্ক করবে । তার থেকে অবাঞ্ছিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে  মনে করা হচ্ছে ।

No comments