Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সারা রাজ্যের সাথে হলদিয়ায় "পালকো টয়োটা শোরুমে তাইশোর" গাড়ি উন্মোচিত হলো

ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/w2XJTfVhLyIসারা রাজ্যের সাথে হলদিয়ায় "পালকো টয়োটা শোরুমে তাইশোর" গাড়ি উন্মোচিত হলো পালকো টয়োটা হাত ধরেই সারা রাজ্যের সাথে সাথে হলদিয়া তমলুক খড়্গপুরে পালকো শোরুমে উন্মোচিত হলো…

 



ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/w2XJTfVhLyI

সারা রাজ্যের সাথে হলদিয়ায় "পালকো টয়োটা শোরুমে তাইশোর" গাড়ি উন্মোচিত হলো

পালকো টয়োটা হাত ধরেই সারা রাজ্যের সাথে সাথে হলদিয়া তমলুক খড়্গপুরে পালকো শোরুমে উন্মোচিত হলো তাইসোর গাড়ির শুভারম্ভ ।


পূর্ব মেদিনীপুর জেলা শিল্প তালুক হলদিয়া  ডিঃঘাসীপুর পালকো টয়োটা অটোমোবাইলস শোরুমের উদ্বোধন হয়েছিল গত মার্চ মাসে। অল্প দিনের মধ্যেই সেই শোরুমেই সারা রাজ্যের সাথে টয়োটা কোম্পানি তাইসোর  গাড়ি উন্মোচিত হলো। মাঝে নির্বাচন প্রক্রিয়া চলেছিল। অল্প কয়েক দিনের মধ্যেই শিল্প তালুক মানুষের মন জয় করে নিয়েছে পালকো টয়োটা অটোমোবাইলস  আজ রাজ্যের সাথে হলদিয়ার ডিঃঘাসীপুর পালকো টয়োটা শোরুমে উন্মোচিত হলো তাইসোর গাড়ি। উন্মোচিত করলেন হলদিয়া দুর্গাচক পোর্ট ব্রাঞ্চের চিপ ম্যানেজার সন্তোষ সাহু।

 পালকো টয়োটা অটোমোবাইলস কোম্পানির কর্তৃপক্ষ জানালেন  আজকেরই কয়েকটি গাড়ির বুকিং হয়ে গেল। আরো বলেন  গাড়ি নিতে গেলে সাধ্যের মধ্যে সাত পূরণের জন্য এগিয়ে এসেছে টয়টা কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি।  টয়োটা গাড়ির বিভিন্ন মডেল রয়েছে কালার ডিজাইন এবং ক্যাপাসিটি যেন আলাদা মাত্রা দিয়েছে। কর্তৃপক্ষ জানালেন মধ্যবিত্ত  পরিবারের জন্য ফিন্যান্স এবং ইএমআই এর মাধ্যমে গাড়ি ক্রয় করতে পারেন । তাই টয়োটা তাইসোর গাড়ি বাজারে আত্মপ্রকাশ কালে শুভ  দিনে কয়েকটি গাড়ি বিক্রি হয়ে গেল, যারা গাড়ি কিনলেন তারা খুব খুশি হলেন। ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দুর্গাচক হলদিয়া পোর্ট ব্রাঞ্চ চিপ ম্যানেজার বলেন ফিনান্সের কি কি সুবিধা রয়েছে তিনি হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন,  পালকো টয়োটা বিভিন্ন আধিকারিক বৃন্দ আজকের ফিতা কেটে, বেলুন ফাটিয়ে, কেক কেটে, গাড়ি উন্মোচিত হলো তাইসোর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআই দুর্গাচক পোর্ট ব্রাঞ্চের চিপ ম্যানেজার সন্তোষ সাহু ও পালকো টয়োটা অটোমোবাইলস বিভিন্ন আধিকারিক বৃন্দ।

No comments