Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রতীক্ষিত সন্ধিক্ষণ উপস্থিত আর কিছু সময়ের মধ্যে জানা যাবে দিল্লি কার দখলে

প্রতীক্ষিত সন্ধিক্ষণ উপস্থিত আর কিছু সময়ের মধ্যে জানা যাবে দিল্লি কার দখলে


অবশেষে উপস্থিত সেই বহু প্রতীক্ষিত সন্ধিক্ষণ। আজ, মঙ্গলবারই জানা যাবে কার দখলে যাচ্ছে দিল্লি! দেশের পাশাপাশি নজর থাকবে বাংলার দিকে। রাজ্যের ৪২টি আসনের মোট …

 



প্রতীক্ষিত সন্ধিক্ষণ উপস্থিত আর কিছু সময়ের মধ্যে জানা যাবে দিল্লি কার দখলে




অবশেষে উপস্থিত সেই বহু প্রতীক্ষিত সন্ধিক্ষণ। আজ, মঙ্গলবারই জানা যাবে কার দখলে যাচ্ছে দিল্লি! দেশের পাশাপাশি নজর থাকবে বাংলার দিকে। রাজ্যের ৪২টি আসনের মোট ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে মোট ৫৫টি গণনাকেন্দ্রে। মোট ৮০,৫৩০টি বুথের ইভিএম এবং ৩,৩৭,৯৮১টি পোস্টাল ব্যালট গণনা করা হবে। গোটা পর্বকে ঘিরে থাকছে নজিরবিহীন নিরাপত্তা। নির্বাচন কমিশন জানিয়েছে, গড়ে মোট ১৭ রাউন্ড ভোট-গণনা হওয়ার কথা। সবচেয়ে বেশি, ২৩ রাউন্ড হবে শীতলকুচি ও দিনহাটায়। সবচেয়ে কম ৯ রাউন্ড চোপরা বিধানসভায়। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তায় মোট ৩৯৪টি স্ট্রং রুম থেকে নির্ধারিত সময়ে গণনাকেন্দ্রে পৌঁছবে সমস্ত ইভিএম।’ 

রাজ্যের ৫৫টি গণনাকেন্দ্রে মোট ৪১৮টি হল থাকবে। গণনা হবে মোট ৪৯৪৪টি টেবিলে। হাজির থাকবেন মোট ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ও ২৫ হাজারের বেশি গণনা-কর্মী। এছাড়া ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন গণনা পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। প্রতিটি টেবিলে বসবেন একজন সুপারভাইজার, একজন গণনা সহায়ক এবং একজন মাইক্রো অবজারভার। শুধু পর্যবেক্ষকরাই গণনাকেন্দ্রের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবেন। এছাড়া কোনও লোকসভা আসনের সব গণনা-টেবিলে যাওয়ার অনুমতি দেওয়া হবে একমাত্র সংশ্লিষ্ট প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্টদের। গণনা এজেন্টরা নির্দিষ্ট নম্বরের টেবিল ছাড়া অন্যত্র যেতে পারবেন না। নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া গণনাকেন্দ্রে প্রবেশও নিষিদ্ধ।

গণনাকেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি হয়েছে ১৪৪ ধারা। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। প্রথম পর্যায়ে থাকবে লাঠিধারী ও এএসআই পদমর্যাদার পুলিস কর্মী। দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র রাজ্য পুলিস এবং তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী। মোট ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ২৫২৫ জন রাজ্য পুলিসকে নিরাপত্তার কাজে মোতায়েন করা হবে। 

No comments