Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গড়সাফাৎ সুস্বাস্থ্য কেন্দ্রে ফলের চারা গাছ বিতরণ

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/PZoBoKfXHWUগড়সাফাৎ  সুস্বাস্থ্য কেন্দ্রে ফলের চারা গাছ বিতরণ 

 ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস একটি বিশ্বব্যাপী কর্মসূচি পালন করা হয়। যার লক্ষ্য আমাদের পরিবেশ রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি…

 


          ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/PZoBoKfXHWU

গড়সাফাৎ  সুস্বাস্থ্য কেন্দ্রে ফলের চারা গাছ বিতরণ 



 ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস একটি বিশ্বব্যাপী কর্মসূচি পালন করা হয়। যার লক্ষ্য আমাদের পরিবেশ রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি এবং পদক্ষেপকে উৎসাহিত করা। 


বৃক্ষ প্রেমী দিলীপ কুমার পাত্র বলেন প্রতিবছর ৫  জুন পালিত হয় । এই কর্মসূচির উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তন , দূষণ, বন উজাড় এবং  জীববৈচিত্রের ক্ষতির মতো পরিবেশগত সমস্যার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। তাই আমরা যতই এগিয়ে যাচ্ছি বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব ততই গভীর হচ্ছে। গত আমফান ঘূর্ণিঝড়ের ফলে প্রচুর পরিমাণে বড় ও ছোট গাছ ভেঙ্গে পড়ে যায়।তার পরে সরকারি এবং বেসরকারিভাবে নতুন করে  গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। গাছ লাগালেও গাছের পরিচর্যার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। গাছ লাগানো হয় দায় সারা গাছের যত্ন নেওয়া হয় না।  প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য। দিলীপ কুমার পাত্র উদ্যোগে গড়সাফাৎ  সুস্বাস্থ্য কেন্দ্রে ফলের চারা গাছ বিতরণ করা হয়।

  স্বাস্থ্যকেন্দ্রের কর্মরত নার্সদের হাতে চারা গাছ তুলে দিলেন। ছিলেন সাথী দাস, অনিন্দিতা শাসমল, সুস্মিতা মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র  উপস্থিত চারা প্রদানকারী প্রশান্ত কুমার মাইতি ,অশোক মাইতি।

No comments