ICSE পরিক্ষায় পাশের হারে খারাপ ফল বাংলার, জয়জয়কার মেদিনীপুরের
প্রকাশিত হয়েছে ২০২৪ এর ICSE এবং ISC পরীক্ষার ফলাফল।পশ্চিবঙ্গের ICSE এবং ISC পরীক্ষার ফলাফল সার্বিক খারাপ হলেও মেদিনীপুরের ফলাফল। সার্বিকভাবে ICSE এবং ISC পরীক্ষায় পাশ…
ICSE পরিক্ষায় পাশের হারে খারাপ ফল বাংলার, জয়জয়কার মেদিনীপুরের
প্রকাশিত হয়েছে ২০২৪ এর ICSE এবং ISC পরীক্ষার ফলাফল।পশ্চিবঙ্গের ICSE এবং ISC পরীক্ষার ফলাফল সার্বিক খারাপ হলেও মেদিনীপুরের ফলাফল। সার্বিকভাবে ICSE এবং ISC পরীক্ষায় পাশের হার যত, তার থেকে পশ্চিমবঙ্গে পাশের হার কম। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) পরিসংখ্যান অনুযায়ী, সার্বিকভাবে ICSE পরীক্ষার পাশের হার হল ৯৯.৪৭ শতাংশ। আর পশ্চিমবঙ্গে ৯৭.৮ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, সার্বিকভাবে ISC পরীক্ষায় পাশের হার হল ৯৮.১৯ শতাংশ। যা পশ্চিমবঙ্গে কমে ৯৭.৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে সার্বিক ফলাফলের মতোই পশ্চিবঙ্গেও ICSE এবং ISC পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীরা ভালো ফল করেছেন। রাজ্যের ফলাফল খারাপ হলেও মেদিনীপুরে ফলাফল ভালো হয়েছে। দুই মেদিনীপুরে প্রায় ২৫ টির মতো স্কুল রয়েছে। সেখানে পাশের যথেষ্ট ভালো। ভালো শতাংশের হারেও ভালো জায়গা করেছে মেদিনীপুর। হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলে সর্বোচ্চ ৯৮% নম্বর পেয়েছেন এএস তরুণ নীতিশ এবং ৯৭.৮% এস কে আমিনুদ্দিন । হলদিয়া বিবেকানন্দ মিশন মোট পরীক্ষার্থী ছিল ১০৭ জন তার মধ্যে ৯৫% পেয়েছেন ৬ জন, ৯০%-৯৪,৯ শতাংশ পেয়েছেন ১৩ জন, ৮০ থেকে ৮৯'৯% ২৬ জন, ৭০ থেকে ৭৯.৯% পেয়েছেন ৩২ জন,৬০% থেকে ৬৯.৯.৫% ২২ জন,৫০%- থেকে ৫৯,৯% ৭ জন,৪০%-৪৯,৯ ১ জন। এছাড়াও দুই মেদিনীপুরের পড়ুয়ারা ভাল নম্বর পেয়ে পাশ করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করেছে। বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন হলদিয়া বিবেকানন্দ মিশন স্কুলে প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী
No comments