Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌর এলাকায় ওয়ার্ডে খোলা রয়েছে বিশেষ কন্ট্রোল রুম

হলদি নদীর তীরবর্তী এলাকায় মানুষের সঙ্গে কথা বলছেন হলদিয়া পৌরসভার আধিকারিক বৃন্দ         ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/UDihnZfKi4M
হলদিয়া পৌর এলাকায় ২৯ টি ওয়ার্ডে খোলা রয়েছে বিশেষ কন্ট্রোল রুমঘূর্ণিঝড়ের আশঙ্কায় হলদ…

 

  

হলদি নদীর তীরবর্তী এলাকায় মানুষের সঙ্গে কথা বলছেন হলদিয়া পৌরসভার আধিকারিক বৃন্দ

         ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/UDihnZfKi4M


হলদিয়া পৌর এলাকায় ২৯ টি ওয়ার্ডে খোলা রয়েছে বিশেষ কন্ট্রোল রুম

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় হলদিয়া পৌরসভা এলাকায় খোলা হয়েছে বিশেষ কন্ট্রোলরুম । প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড অফিসে রয়েছে কর্মচারীরা নদীর তীরবর্তী এলাকা থেকে মানুষদের সরিয়ে আনা হয়েছে বিশেষ ত্রাণ শিবিরে। ছুটির দিনেও রবিবার খোলা রয়েছে পৌরসভার অফিস ।ঘূর্ণিঝড় রিমেল যে কোন মুহূর্তে আছড়ে পড়বে সেই আশঙ্কায় নদীর তীরবর্তী এলাকায় নজরদারি দিচ্ছেন হলদিয়া পৌরসভার পৌর কর্মচারীগণ। পৌর এলাকার ২৯ টি ওয়ার্ডে বিশেষ কন্ট্রোল রুম খোলা রয়েছে এলাকার ঘূর্ণিঝড়ে কোন ঘটনা ঘটলেই তা তাৎক্ষণাৎ পৌরসভায় খবর দেওয়ার জন্য সে ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রে জানা যায়। হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ ২৯ টি ওয়ার্ডে তদারকি করছেন।

রবিবার সকাল থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে হলদিয়াজুড়ে। সন্ধেয় ঝোড়ো হাওয়ার গতি বাড়তে শুরু করে। দুর্যোগের আশঙ্কায় এদিন সকালে হলদিয়ার বাজারগুলিতে আপৎকালীন পরিস্থিতির জন্য জিনিসপত্র কেনার ভিড় ছিল। বিকেল থেকে রাস্তাঘাট কার্যত শুনশান হয়ে যায়। সকাল থেকেই দফায় দফায় লোডশেডিং হতে থাকে। তবে ঝড়ের গতি বাড়তেই বিকেল থেকে হলদিয়ার বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। পুর কর্তৃপক্ষ বিপর্যয় মোকাবিলা টিম গড়ে হলদির তীরে রায়রাঞ্যাচক, টাউনশিপ, হুগলি নদীর তীরে ঝিকুরখালি, দুর্গাচক এলাকায় মাইকিং করে সতর্ক করে বাসিন্দাদের। পুর প্রশাসক ও মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, বিপর্যয় মোকাবিলার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গাছ কাটার টিম তৈরি রয়েছে বিভিন্ন ওয়ার্ডে। চারটি জায়গায় ত্রাণশিবির খোলা হয়েছে। পুরসভার কর্মী চন্দন বেরা সহ কয়েকজন বিপর্যয় মোকাবিলা টিমের নজরদারি করছেন।

 

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় " রেমাল " !

১। ঘূর্ণিঝড় চলাকালীন বাড়ির ভিতর থেকে কচিকাঁচা বাচ্চাদের নিয়ে বাড়ির বাহিরে বেরোবেন না।

২ । মোবাইল, ইমারজেন্সি লাইট চার্জ দিয়ে রাখুন।

৩। নিজেদের বাড়ির জলে রিজার্ভারে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ জল তুলে রাখুন।

৪। মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দিবেন না।

৫। বাড়ির আশেপাশে যদি কোন স্কুল থাকে প্রয়োজন হলে সেখানেই রাত্রিতে আশ্রয় নিন।

৬। প্রাথমিক চিকিৎসার (First Aid) জন্য ঔষধ দোকান থেকে কিছু ঔষধপত্র পরিবারের জন্য কিনে রাখুন।

৭।  যে কোনো সমস্যার সমাধানের জন্য বা ইনফরমেশন দেওয়ার জন্য স্থানীয় ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের মোবাইল নম্বর সংগ্রহ করে রাখুন।

সাইক্লোন রেমাল এর জন্য সরকারের দেওয়া হেল্পলাইন নম্বর গুলো

কলকাতা- ৯৪৩২৬১০৪২৮, ৯৪৩২৬ ১০৪২৯

দক্ষিণ ২৪ পরগনা- ১৮০০৫৩২৫৩২৮

হাওড়া - ৬২৯২২৩২৮৭০

উত্তর ২৪ পরগনা ৯০৭৩৯৪০০৫৮, ৯০৭৩৯৩৬৩২৩, ৯০৭৩৯৪০০৩৯

হুগলি - ৮১০০ ১০৬ ০৪১

পূর্ব মেদিনীপুর - ৯০৭৩৯ ৩৯৮০৪

নদিয়া - ০৩৪৭২-২৫২১০৬, ৭৫৪৮৯৭৫৩০৩

মালদা - ০৩৫১২ ২৫২০৫৮, ০৩৫১২ ২৫৩ ০৫৬


No comments