এরিয়াখালী এলাকায় চলছে মাইকিং প্রচার
সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি পুলিশ ক্যাম্প এরিয়াখালী গ্রাম নদীর তীরবর্তী এলাকা। এরিয়াখালি গ্রামে নদী ভাঙ্গন প্রায় ঘটেই থাকে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে হুগলি নদীর বাঁ…
এরিয়াখালী এলাকায় চলছে মাইকিং প্রচার
সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি পুলিশ ক্যাম্প এরিয়াখালী গ্রাম নদীর তীরবর্তী এলাকা। এরিয়াখালি গ্রামে নদী ভাঙ্গন প্রায় ঘটেই থাকে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে হুগলি নদীর বাঁধ বাঁধার কাজ শুরু হয়েছে। কিন্তু দীর্ঘ বাঁধ এখনো পড়ে রয়েছে। অমাবস্যা পূর্ণিমা কোটাল ছাড়াও বিশেষ বিশেষ ঘূর্ণিঝড়ের আশঙ্কা শুনলেই ওই এলাকার মানুষ সিন্দুরে মেঘ দেখে। প্রশাসন উদ্যোগ কম রয়েছে বলে এলাকার মানুষের দাবি। যখনই কোন দুর্যোগ জারি হয় তখনই প্রশাসনের উদ্যোগে মাইকিং প্রচার ছাড়া আর কোন কিছুই পরবর্তীকালে উদ্যোগ দেখা যায়নি। গ্রামের মানুষ মৃত্যু কে হাতে নিয়ে জীবন যাপন করছেন। রিমেল ঘূর্ণিঝড় যে কোন মুহূর্তে আছড়ে পড়তে পারে সেজন্যই হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার মাইকিং প্রচার শুরু করলো জেলা প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। ওই এলাকার মানুষ আতঙ্কের মধ্যে জীবন যাপন করছেন ঐ এলাকার মানুষের অভিযোগ নদী বাঁধ ভাগছে কোন প্রশাসনে তরফ থেকে কাউকেই দেখতে পাওয়া যায়নি এলাকায় আসতে ।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় " রেমাল " !
১। ঘূর্ণিঝড় চলাকালীন বাড়ির ভিতর থেকে কচিকাঁচা বাচ্চাদের নিয়ে বাড়ির বাহিরে বেরোবেন না।
২ । মোবাইল, ইমারজেন্সি লাইট চার্জ দিয়ে রাখুন।
৩। নিজেদের বাড়ির জলে রিজার্ভারে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ জল তুলে রাখুন।
৪। মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দিবেন না।
৫। বাড়ির আশেপাশে যদি কোন স্কুল থাকে প্রয়োজন হলে সেখানেই রাত্রিতে আশ্রয় নিন।
৬। প্রাথমিক চিকিৎসার (First Aid) জন্য ঔষধ দোকান থেকে কিছু ঔষধপত্র পরিবারের জন্য কিনে রাখুন।
৭। যে কোনো সমস্যার সমাধানের জন্য বা ইনফরমেশন দেওয়ার জন্য স্থানীয় ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের মোবাইল নম্বর সংগ্রহ করে রাখুন।
সাইক্লোন রেমাল এর জন্য সরকারের দেওয়া হেল্পলাইন নম্বর গুলো
কলকাতা- ৯৪৩২৬১০৪২৮, ৯৪৩২৬ ১০৪২৯
দক্ষিণ ২৪ পরগনা- ১৮০০৫৩২৫৩২৮
হাওড়া - ৬২৯২২৩২৮৭০
উত্তর ২৪ পরগনা ৯০৭৩৯৪০০৫৮, ৯০৭৩৯৩৬৩২৩, ৯০৭৩৯৪০০৩৯
হুগলি - ৮১০০ ১০৬ ০৪১
পূর্ব মেদিনীপুর - ৯০৭৩৯ ৩৯৮০৪
নদিয়া - ০৩৪৭২-২৫২১০৬, ৭৫৪৮৯৭৫৩০৩
মালদা - ০৩৫১২ ২৫২০৫৮, ০৩৫১২ ২৫৩ ০৫৬
No comments