ট্রেনে ধাক্কায় গুরুতর জখম এক
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া থানার অন্তর্গত চিরঞ্জীবপুর শান্তি কলোনী সংলগ্ন এলাকায় হলদিয়া থেকে পাঁশকুড়া যাওয়ার লোকাল ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর জখম। ঐ ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায…
ট্রেনে ধাক্কায় গুরুতর জখম এক
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া থানার অন্তর্গত চিরঞ্জীবপুর শান্তি কলোনী সংলগ্ন এলাকায় হলদিয়া থেকে পাঁশকুড়া যাওয়ার লোকাল ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর জখম। ঐ ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি । তার বয়স আনুমানিক ৪৫। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তৎক্ষণার ছুটে আসে রেল পুলিশ। জখম ওই ব্যক্তিকে নিয়ে যায় হলদিয়া মহকুমার হাসপাতালে। ট্রেনে কাঁটা ব্যক্তি কোন আত্মহত্যা না অসাবধানে ট্রেন লাইন পারাতে গিয়ে মৃত্যু। সে নিয়ে ধন্দে রয়েছে রেল পুলিশ। এই ঘটনায় তদন্তে নেমেছেন পুলিশ।
No comments