Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রমিকদের মন জয় করতে হলদিয়া আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

শ্রমিকদের মন জয় করতে হলদিয়া আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আগামী ১৬মে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার ক্ষুদিরাম স্কয়্যার সংলগ্ন এইচএফসি মাঠে তিনি …



শ্রমিকদের মন জয় করতে হলদিয়া আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

 আগামী ১৬মে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার ক্ষুদিরাম স্কয়্যার সংলগ্ন এইচএফসি মাঠে তিনি সভা করবেন। শ্রমিক কর্মচারীদের ভোট শুধু হলদিয়া শিল্পঞ্চল নয়, তমলুক লোকসভা কেন্দ্রেরও নির্ণায়ক শক্তি। তাই শ্রমিকদের পাশে পেতে মুখ্যমন্ত্রীর বার্তাই এখন তুরুপের তাস মনে করছে তৃণমূল। পরে দুপুর ২টো নাগাদ কাঁথি শহরে তিনি রোড-শো করবেন। 

২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শেষবার হলদিয়া শহরে এসেছিলেন। ২০২১ সালের ১০ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরাম স্কয়্যার থেকে পদযাত্রায় হেঁটে এসডিও অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ফের তিন বছর পর সেই নির্বাচনকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীর আগমন ঘটছে বন্দর শহরে। 

হলদিয়া শিল্পাঞ্চলে শুধু হলদিয়া নয়, তমলুক লোকসভা ক্ষেত্রের হাজার হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন। ওই শ্রমিক ও তাঁদের পরিবারের লোকজন বিভিন্ন বিধানসভার ভোটার। ফলে শিল্পাঞ্চলের প্রভাব পড়ে তমলুক লোকসভা জুড়েই। একথা মাথায় রেখেই হলদিয়ার শ্রমিকদের মন পেতে নানা কৌশল নিয়েছে রাজনৈতিক দলগুলি। সেখানে শ্রমিকের সুযোগ এবং প্রাপ্তি বনাম বঞ্চনার ঘটনাগুলি শাসক বিরোধীদের তরজার বিষয় হয়ে উঠেছে। সেখানে সর্বশেষ সংযোজন, তৃণমূলের পার্টি অফিস থেকে শ্রমিকদের চিঠি আনার নির্দেশ নিয়ে বিতর্ক। ওই চিঠি না হলে কারখানার গেটে ঢুকতে দেওয়া হবে না বলে অভিযোগ ওঠে। বিজেপি ওই চিঠি বিতর্ক কাজে লাগিয়ে ভোটে ফায়দা তুলতে মরিয়া। তৃণমূল বিষয়টি জানতে পেরেই দ্রুত ড্যামেজ কন্ট্রোলে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

এই প্রথম কোনও ভোটের প্রচারে হলদিয়া আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তাকে ভোট পর্বের শেষ প্রচারে হাতিয়ার করতে চায় তৃণমূল। হলদিয়া শহর তৃণমূলের সভাপতি মিলন মণ্ডল জানান, ভোট প্রচারের শুরুতে প্রাথমিকভাবে হলদিয়ায় দলের কাজকর্ম একটু আলগা ছিল। দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নতুন পর্যবেক্ষক টিম কাজে নামার পর শহরের ওয়ার্ডগুলিতে আমরা আস্থা ফিরে পেয়েছি। শ্রমিকদের মধ্যে অবশ্যই কিছু ক্ষোভ বিক্ষোভ রয়েছে। মুখ্যমন্ত্রীর সভার পর শ্রমিকদের কাছে আশার আলো মিলবে।

পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক তৃণমূল যুব সভাপতি আজগর আলি পল্টু হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান দুপুর একটা সময় হলদিয়া এইচএফসি মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। হলদিয়ার শ্রমিক শ্রেণী এবং কর্মীদের বার্তা দেবেন। মুখ্যমন্ত্রী আসার এই কথা শুনে সারা হলদিয়া বিধানসভা এলাকার মানুষ এখন উচ্ছ্বসিত। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে বিজেপি ও তৃণমূল কটাক্ষ করতে ছাড়ছে না। সিপিএম নেতা পরিতোষ পট্টনায়ক বলেন, তৃণমূলের হলদিয়ায় অবস্থা খুবই খারাপ। যেখানে কারখানার উদ্বোধন মুখ্যমন্ত্রী রিমোটে করেন, সেখানে এখন চাপে পড়ে তাঁকে এবং তাঁর ভাইপোকে বারবার ছুটতে হচ্ছে। এতে বিশেষ কিছু সুবিধা হবে না।

বিজেপি নেতা শ্যামল মাইতি বলেন, তৃণমূল হলদিয়ার শ্রমিকদের জমিদারের চাকর মনে করে। তাই তাদের দলের চিঠি নিয়ে আসার নির্দেশ দিয়েছে। শ্রমিকরা ব্যালটে এর জবাব দেবে। ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী বলেন হলদিয়ার শ্রমিক শ্রেণীর মানুষ তারা বোঝেন  শ্রমিক স্বার্থ কারা দেখেন সেজন্যই তৃণমূল যতই হলদিয়ার শ্রমিকদের নিয়ে বিভ্রান্ত করুক না কেন শ্রমিকরা জানে তাদের ভালো-মন্দের কথা । আগামী ২৫শে মে ভোট দেওয়ার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দেবে শাসক দল তৃণমূলকে।


No comments