চকদ্বীপা হাইস্কুলের সর্বোচ্চ রোহিত বক্সিহলদিয়া পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডে চকদ্বীপা হাই স্কুল। মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন ২৫৫ জন উত্তীর্ণ হয়েছেন ২৫৫ জন সর্বোচ্চ নাম্বার পেয়েছেন ৬৬০। স্টারমার্ক পেয়েছেন ৩৪ জন প্রথম বিভাগ…
চকদ্বীপা হাইস্কুলের সর্বোচ্চ রোহিত বক্সি
হলদিয়া পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডে চকদ্বীপা হাই স্কুল। মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন ২৫৫ জন উত্তীর্ণ হয়েছেন ২৫৫ জন সর্বোচ্চ নাম্বার পেয়েছেন ৬৬০। স্টারমার্ক পেয়েছেন ৩৪ জন প্রথম বিভাগে পাস করেছেন ৪৬ জন।সর্বোচ্চ নম্বর প্রাপক - রোহিত বকসী, পিতা-রমেশ চন্দ্র বকসী। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন স্কুলের প্রধান শিক্ষক।
তিনি বলেন ছাত্র-ছাত্রীদের আগামী দিনের পথ চলা সফল হোক শুভেচ্ছা জানালেন স্কুলের প্রধান শিক্ষক মনিশংকর গিরি।
No comments