ডালিম্বচক টেকনিক্যাল হাইস্কুল সর্বোচ্চ শ্রাবন্তী সামন্তডালিম্বাচক টেকনিক্যাল হাই স্কুল (এইচ.এস.) মাধ্যমিক পরীক্ষার্থী মোড ৬২ জন ছিল ৬১ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে একজন ছাত্র এবং একজন ছাত্রী তারা বিশেষ চাহিদা সম্পন্ন ছি…
ডালিম্বচক টেকনিক্যাল হাইস্কুল সর্বোচ্চ শ্রাবন্তী সামন্ত
ডালিম্বাচক টেকনিক্যাল হাই স্কুল (এইচ.এস.) মাধ্যমিক পরীক্ষার্থী মোড ৬২ জন ছিল ৬১ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে একজন ছাত্র এবং একজন ছাত্রী তারা বিশেষ চাহিদা সম্পন্ন ছিলেন তারা এই বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিলেন তারা সফল হয়েছেন । এবার স্কুলের সর্বোচ্চ নাম্বার পেয়েছে শ্রাবন্তী সামন্ত-৫২১ পিতা-সঞ্জীব সামন্ত।
হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ নন্দ। ৬০ বছর বর্ষপূর্তি অনুষ্ঠান হয়েছে। ছাত্র-ছাত্রীরা পড়াশোনার সাথে সাথেই গান-বাজনা সবকিছুই রপ্ত করেছেন। অমিতা বলেন সর্বশেষ পদার্পণ করেছে স্কুলের বহু ছাত্র-ছাত্রী এই স্কুল থেকে তারা বিভিন্ন দেশ বিদেশে কর্মরত রয়েছেন। স্কুলের মান পড়াশোনা সবটাই ধীরে ধীরে এগিয়ে চলছে। সকল ছাত্র-ছাত্রীদের আগামী দিনে পথে এগিয়ে যাওয়ার সফলতা কামনা করলেন।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments