তমলুকে আইনজীবীদের সাথে সাক্ষাৎ করেন এস ইউ সি আই (কমিউনিস্ট) প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক
আজ (১০/০৫/২০২৪) তমলুক লোকসভা কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট ) মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক তমলুক জেলা কোর্টের আইনজীবীদের সঙ্গে সাক্…
তমলুকে আইনজীবীদের সাথে সাক্ষাৎ করেন এস ইউ সি আই (কমিউনিস্ট) প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক
আজ (১০/০৫/২০২৪) তমলুক লোকসভা কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট ) মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক তমলুক জেলা কোর্টের আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করেন । জেলা আদালতের আইনজীবীদের দুটি বারেই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত আইনজীবীদের সামনে বক্তব্য রাখেন প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক। প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রণব মাইতি, জেলা কমিটির বর্ষীয়ান সদস্যা লেখা রায়, তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। আইনজীবীদের দুটি বারে সাক্ষাতের পরে পুরো কোর্ট চত্বর এলাকায় ল-ক্লার্কদের সঙ্গেও প্রার্থী সাক্ষাৎ করেন। নারায়ণবাবু আদালত চত্বরে বিচার প্রার্থীদের প্রতীক্ষালয়, আধুনিক শৌচাগার ও আইন জীবী ও ল ক্লার্কদের জন্য সেড নির্মানের জন্য আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। দলের আন্দোলনকে শক্তিশালী করবার লক্ষ্যে সমর্থন করার আবেদন জানান।
No comments