এগরায় সন্দেশখালির নির্যাতিতা মহিলারা বিজেপির ভোট প্রচারে
এগরায় সন্দেশখালির নির্যাতিতা মহিলারা বিজেপির ভোট প্রচারে এলেন। রবিবার এগরা শহরের দীঘামোড়ে বিজেপির একটি মহিলা মোর্চার সাংগঠনিক সভার আয়োজন করা হয়। বিজেপির রাজ্য মহিলা মোর্চা…
এগরায় সন্দেশখালির নির্যাতিতা মহিলারা বিজেপির ভোট প্রচারে
এগরায় সন্দেশখালির নির্যাতিতা মহিলারা বিজেপির ভোট প্রচারে এলেন। রবিবার এগরা শহরের দীঘামোড়ে বিজেপির একটি মহিলা মোর্চার সাংগঠনিক সভার আয়োজন করা হয়। বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে এই সভায় উপস্থিত ছিলেন সন্দেশখালি পাঁচ জন নির্যাতিতা। তারা অধুনা সন্দেশখালির বেতজা বাদশা সেক শাহজাহানের নেতৃত্বে কিভাবে সন্দেশখালিতে অত্যাচার হতো সেই বর্ণনা তুলে ধরেন। ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এক নির্যাতিতা। এবারের নির্বাচনে লক্ষীর ভান্ডারের কথা না ভেবে মহিলাদের নিরাপত্তার দাবী তুলে বিজেপিতে ভোট দেওয়ার ডাক দেন সন্দেশখালির মহিলারা। তারপর রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতি, দলতন্ত্র ও তালিবানি শাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র।
No comments