শান্তিপূর্ণ ভোটদানের বার্তা নয়া নগর কীর্তনে
তমলুকের ভোটযুদ্ধে এবার রাজনৈতিক প্রচারের পাশে চলছে আর এক অভিনব প্রচার। ভোটদানে উদ্বুদ্ধ করতে সরকারি প্রচারের সঙ্গে ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনও নেমেছে রাস্তায়। এমনই প্রচারকাজে নেমেছে কোলাঘ…
শান্তিপূর্ণ ভোটদানের বার্তা নয়া নগর কীর্তনে
তমলুকের ভোটযুদ্ধে এবার রাজনৈতিক প্রচারের পাশে চলছে আর এক অভিনব প্রচার। ভোটদানে উদ্বুদ্ধ করতে সরকারি প্রচারের সঙ্গে ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনও নেমেছে রাস্তায়। এমনই প্রচারকাজে নেমেছে কোলাঘাট নতুন বাজার এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের সদস্যরা নিজেরা গান বেঁধে গাইছেন ভোট-কীর্তন। ভোটদানে উদ্বুদ্ধ করতে গানে কথায় কবিতায় পথসভার মাধ্যমে পৌঁছে যাচ্ছেন পাড়ায়, হাটে-বাজারে, বিভিন্ন দেবালয় প্রাঙ্গণ থেকে মানুষের দ্বারে দ্বারে। ভেবেচিন্তে স্বাধীন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের স্বপক্ষে হাতে হাতে প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন, প্রচারপত্র, হারমোনিয়াম, খোল-করতাল নিয়ে ভোটারদের সচেতন করছি। নিজেদেরই আগ্রহে এবং অর্থব্যয়ে। এই দলে অংশ নিয়েছেন তরুণা, শুক্লা, মধুছন্দা, রুমি, সবিতা অপর্ণাদের মত গৃহবধূ থেকে বাবুরাম, মাধব, উত্তম, চুনিলাল, শংকর , শান্তনু, কার্তিক, সুশান্তদের মত উদ্যমী ও সচেতন মানুষজন। সংস্থার পক্ষে অসীম দাস জানান, দেশে ভোট মানে শুধু রাজনৈতিক দলের কর্মসূচী বা বক্তব্য নয়, নাগরিকেরও দায়িত্ব থাকে। আমরা সেই সামাজিক দায়িত্ব পালন করছি।
No comments