সুতাহাটা পঞ্চায়েত সমিতির এলাকায় দশটি ত্রাণ শিবির পরিদর্শন করেন সভাপতি - অশোক
রেমাল ঘূর্ণিঝড়ের ভয়ে কাঁপছে সুতাহাটার হুগলি নদীর তীরে কুঁকড়াহাটির এড়িয়াখালি নটপটিয়া গ্রামের কয়েক হাজার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা টগর ভট্টাচার্য বলেন …
সুতাহাটা পঞ্চায়েত সমিতির এলাকায় দশটি ত্রাণ শিবির পরিদর্শন করেন সভাপতি - অশোক
রেমাল ঘূর্ণিঝড়ের ভয়ে কাঁপছে সুতাহাটার হুগলি নদীর তীরে কুঁকড়াহাটির এড়িয়াখালি নটপটিয়া গ্রামের কয়েক হাজার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা টগর ভট্টাচার্য বলেন নটপটিয়া গ্রামের পাশে হুগলি নদীর বাঁধ ভাঙ্গা অব্যাহত রয়েছে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে ওই এলাকার মানুষদের অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এরিয়া খালি গ্রামের বিজয় দাস বলেন, এড়িয়াখালিতে নদী বাঁধ বিপজ্জনক অবস্থায় রয়েছে। সারা রাত জেগে রয়েছি। যশের জলোচ্ছ্বাসের কথা ভেবে এলাকার মানুষের ঘুম উড়েছে। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র এদিন নদী বাঁধ ঘুরে দেখেন। তিনি বলেন, সুতাহাটা পঞ্চায়েত সমিতির টিম বিপর্যয় ঠেকাতে রাত জাগছে। সকাল থেকে তারা বিভিন্ন কাজের যুক্ত হয়েছেন।রিমাল আশঙ্কায় সুতাহাটা ব্লকের প্রায় দশটি জায়গায় অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শন করতে যান। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র।
No comments