ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/LcZZvHFooik
হলদিয়া শ্রমিক বৃন্দের উদ্যোগে জল দান শিবির
আসন্ন লোকসভা নির্বাচন ২৫শে মে। প্রচন্ড তাপপ্রহাও চলছে বৃষ্টির দেখা নেই।সকল শ্রমিকদের ঠাণ্ডা জল ও ছলা বাতাসা নেবু মিশ্রিত জল দান শিবির হয…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/LcZZvHFooik
হলদিয়া শ্রমিক বৃন্দের উদ্যোগে জল দান শিবির
আসন্ন লোকসভা নির্বাচন ২৫শে মে। প্রচন্ড তাপপ্রহাও চলছে বৃষ্টির দেখা নেই।সকল শ্রমিকদের ঠাণ্ডা জল ও ছলা বাতাসা নেবু মিশ্রিত জল দান শিবির হয়। আসন্ন লোকসভা নির্বাচন তৃনমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে হলদিয়া আই এন টিটিইউসি শ্রমিকদের সহযোগিতায় ভোট প্রচার ও জলদান শিবির হয়। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন শেখ আসমত আলী , শেখ মালেক, দিলীপ মন্ডল, জিয়াদ আলী, জয়নাল আবেদীন ,ইউসুফ আলী। কমল দাস, শেখ মুরশেদ, সৈয়দ মকবুল প্রমুখ বলেন আগামী ২৫শে মে অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে দুই নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন করলেন। তিনারা আরো বলেন আগামী কয়েকদিন এই জলদান শিবির চলবে।
No comments