হলদিয়া পৌর এলাকায় সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান
আসন্ন লোকসভা ভোট নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে জোরকদমে চর্চা শুরু হয়েছে । আগামী ২৫ শে মে পূর্ব মেদিনীপুর জেলার সহ কয়েকটি জেলার লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। তমলুক লোকস…
হলদিয়া পৌর এলাকায় সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান
আসন্ন লোকসভা ভোট নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে জোরকদমে চর্চা শুরু হয়েছে । আগামী ২৫ শে মে পূর্ব মেদিনীপুর জেলার সহ কয়েকটি জেলার লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। তমলুক লোকসভা কেন্দ্রে চাপা উত্তেজনা রয়েছে। রাজনৈতিক মহলের খবর এবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সারা জেলা জুড়ে দল পরিবর্তনে হিড়িক চলছে। আর সেই মুহূর্তেই ঘটনা ঘটে গেল হলদিয়াতে। ভোটের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তার মধ্যে ঘটে গেল দল ছাড়া হুড়োহুড়ি। হলদিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করিলেন ৫০টি পরিবার। গোলাম গায়েন নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন ৫০টি পরিবারের সদস্যরা। গোলাম গায়েন বলেন মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে আমি সিপি আইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছি। এই যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া মাইনোরিটি টাউন ব্লক সভাপতি সাইফুদ্দিন সাহেব, ৭নং ওয়ার্ড নেতৃত্ব ও ব্লক সম্পাদক শিক্ষক কুতুবুদ্দিন মল্লিক, ৭নং ওয়ার্ড সহ সভাপতি কালাম শা, বুথ সভাপতি হাবিবুর, ওয়ার্ড নেতৃত্ব আনিস কর., ওয়ার্ড সম্পাদক ফরহাদ, এছাড়া ওয়ার্ড সভাপতি মজাম্মেল মল্লিক প্রমুখ।
No comments