Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাড় উত্তর হিংলী গ্রামে আনন্দের জোয়ার বইছে সৌম্য অধিকারী কে নিয়ে

বাড় উত্তর হিংলী গ্রামে আনন্দের জোয়ার বইছে সৌম্য অধিকারী কে নিয়ে৮০দিনের মাথায় এবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছিল ঘোষণা হতেই বিভিন্ন স্কুল থেকে মার্কশিট নেওয়ার তোড়জোড় পড়ে যায় ছাত্র-ছাত্রীদের । হলদিয়া পঞ্চায়েত সমি…

 


বাড় উত্তর হিংলী গ্রামে আনন্দের জোয়ার বইছে সৌম্য অধিকারী কে নিয়ে

৮০দিনের মাথায় এবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছিল ঘোষণা হতেই বিভিন্ন স্কুল থেকে মার্কশিট নেওয়ার তোড়জোড় পড়ে যায় ছাত্র-ছাত্রীদের । হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাড় উত্তর  হিংলী গ্রাম পঞ্চায়েত অবস্থিত বাড়সুন্দরা হাই স্কুল।  স্কুলটি ১৯৬৩ সালে স্থাপিত হয়েছিল। দীর্ঘদিন বিভিন্ন সময় স্কুলের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বহু ছাত্র-ছাত্রী এই স্কুল থেকে বেরিয়ে দেশ-বিদেশ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। পূর্ব মেদিনীপুর জেলার অভিযুক্ত মেদিনীপুরে বিদ্যাসাগরের জন্ম হয়েছিল প্রত্যেক বছরই শিক্ষার অর্থাৎ মাধ্যমিকের শতাংশ অনুযায়ী পূর্ব মেদিনীপুর প্রথম স্থান অধিকার করতেন। কিন্তু এবার এই প্রথম স্থান থেকে চলে গিয়ে হয়ে গেল দ্বিতীয় স্থান প্রথম স্থান হয়েছে কালিম্পং এবং তৃতীয় স্থান দখল করেছে কলকাতা। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বাড়সুন্দরা হাই স্কুল তার পুরাতন ঐতিহ্য কে বজায় রেখে এবারে স্কুলে সর্বোচ্চ ৬১৬ পেয়েছে সৌম্য অধিকারী। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন সৌম্য বাবা শঙ্কর অধিকারী এবং মাতা ইশাণী অধিকারী  জানান  সৌম্য কোন টিউশন না নিয়েই মা এবং বাবার কাছেই পড়তেন তারই সুবাদেই সৌম্য এবারে ভালো ফলাফল করেছে। তার ফলাফল আসতেই আত্মীয় পরিজন সহ বাবা-মা খুবই আনন্দিত। বাড়সুন্দরা কালির বাজারে এলাকায় এখন সৌম্যকে নিয়ে বাড় উত্তর হিংলী গ্রামে

আনন্দে জোয়ার বইছে।

 ব্রাহ্মণ বাড়ির ছেলে  সৌম্য  অধিকারী এবারে বাড়সুন্দরা 

 হাইস্কুলে সর্বোচ্চ নম্বর পেলেন । পিতা-শঙ্কর অধিকারী  , মাতা-ইশানী অধিকারী ।সৌম্য অধিকারী :স্কুলের সর্বোচ্চ নম্বর- ৬১৬ = ৮৮% শতাংশ গনিত ৯৭ ভূগোল-৯৬, লাইফ সায়েন্স-৯০, ৩ স্টার পেয়েছে। ফিজিক্যাল সায়েন্স ৯৪ ইংরেজী ৮৬, বাংলা-৮২ ইতিহাস ৭১ উল্লেখ্য- সায়েন্স গ্রুপে ৯৪.২৫% শতাংশ। সৌম্য ফার্মাসিস্ট বা ডাক্তার হতে চায়।



*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r



No comments