বিল্বপত্র - দেবাশিস পাহাড়ীপ্রসঙ্গ :: বেলপাতা নিয়ে একটি ফরমায়েশি ছড়া গাছের তলায়, রাস্তায় ঘাটে দেখেছি যত্রতত্র,অনাদরে পড়ে ধুলোয় লুটায় শুকনো ছিন্নপত্র।
…
বিল্বপত্র - দেবাশিস পাহাড়ী
প্রসঙ্গ :: বেলপাতা নিয়ে একটি ফরমায়েশি
ছড়া
গাছের তলায়, রাস্তায় ঘাটে
দেখেছি যত্রতত্র,
অনাদরে পড়ে ধুলোয় লুটায়
শুকনো ছিন্নপত্র।
গাছ দান করে স্নেহময় ছায়া
ঢেউ জাগে তার পাতায়,
শীতল হাওয়ার পরশ দিয়ে
সবার হৃদয় মাতায়।
নাই বা ফুটুক মনোহর ফুল
পাতার কতই বাহার!
একবার দেখে চোখটি ফেরাবে
এমন সাধ্য কাহার?
অনেক পাতাই সমাদর পায়
ভেষজের উপাদানে,
গুণের কাহিনী বর্ণিত হয়
লোকমুখে, আখ্যানে।
মেপল পাতার বিস্তর দর
কানাডার কৃষ্টিতে,
শোভা বাড়ানোয় জুড়ি নেই তার
রকমারি সৃষ্টিতে।
লরেল পাতার সুবিমল রূপ
বর্ণে গন্ধে সেরা,
সংগ্রহে একে এগিয়ে রাখেন
গাছপালা প্রেমিকেরা।
বিল্বপত্র অন্যরকম
মহিমায় , সম্মানে,
সব পাতাকে টেক্কা দিয়ে সে
সবার শীর্ষস্থানে।
একটি বোঁটায় তিনটি পত্র
বেলকে বলে শ্রীফল,
বেলের কাছে কে ঋণী নয়
কে হয়েছে বিফল !
তিন নয়নের প্রতীকরূপে
ভগবানের মাথায়,
পবিত্রতার পুণ্য ছোঁয়ায়
অমর কাব্য গাথায় ।
No comments