ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/K09T5fdZXZ8 Trinamool Congress candidate for Tamluk Lok Sabha constituency, received a marriage proposal while campaigning for the polls.ভোটের প্রচারে গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন তমলুক লোকসভ…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/K09T5fdZXZ8
Trinamool Congress candidate for Tamluk Lok Sabha constituency, received a marriage proposal while campaigning for the polls.
ভোটের প্রচারে গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য
ভোটের প্রচারে গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য । একেবারে প্রকাশ্য সভা মঞ্চে হাজার লোকের সামনে মাইক্রো ফোনে বিনয় মিশ্রিত সেই আবেদন, মুহূর্তের মধ্যে সভাস্থলে উৎফুল্ল, উল্লাসের ঢেউ তুলল । আর শোনা মাত্র ভাবি পাত্র মহোদয়ের মুখ রীতিমতো 'লাজে' রাঙা হল । মঙ্গলবার বিকেলে হলদিয়া পুরসভার ১২ ওয়ার্ডের স্টেডিয়াম সংলগ্ন তৃণমূল কংগ্রেসের প্রচার সভায় নহবতের এমনই আগাম সুর ছড়িয়ে পড়ল । তবে ক্ষণিকের সেই লজ্জার রেশ কাটিয়ে পাত্র,থুড়ি প্রার্থী যা বললেন তা হলদিয়া তথা তমলুক লোকসভা কেন্দ্রের মানুষের জন্য অবশ্যই গর্বের বিষয় । বললেন,"তমলুকের মানুষের জন্য অনেক কিছু করার আছে । সেই জায়গা থেকে এলাকার মানুষের কাছে আশীর্বাদ চাইতে এসেছি ।"
বিকেল তখন সোয়া চারটে । ভোটের প্রচার সভাস্থলে ছেলে,বয়স্ক ভোটারদের পাশাপাশি সঙ্গে মহিলারাও প্রার্থীর বক্তব্য শুনতে ভিড় জমিয়েছেন । বেশ সাজানো গোছানো মঞ্চ । স্লোগানের মধ্যে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রবেশ করলেন । ফুল দিয়ে বরণ করা হয়ে গিয়েছে । তার ঠিক পরেই একজন মহিলা মঞ্চে উঠে মাইক্রোফোন ধরে বললেন,"১২ নম্বর ওয়ার্ডে আপনার জীবনে পথ চলবে একজন । আপনার জন্য পাত্রী খুঁজে দেখেছি । বিয়ে করতে চাইছে ।"যেইনা বলা, সভা হৈ হৈ শব্দে ফেটে পড়লো । তারই মধ্যে কেউ আবার বলে ফেললেন "জয় বাংলা" । তখন মুচকি হাসিতে পাত্র মহোদয়ের মুখখানি লজ্জায় রাঙা । কয়েক সেকেন্ডের সেই ধাক্কা সামলে মাইক্রোফোন হাতে নিয়ে প্রার্থী যা বললেন,"২৮ বছর বয়সে খুঁটিতে বাঁধা পড়ে লাভ আছে ? একটু ঘুরতে চাই, দৌড়তে চাই । আর সঙ্গে যদি একজন চলে আসে, তাহলে মানুষের মাঝে এত সময় দিতে পারবো না । আপাতত পাঁচটা বছর তো কাজ করতে হবে ।" সঙ্গে সঙ্গে হাততালিতে ভরে গেল সভা । কয়েকজন বলেও ফেললে, হলদিয়ার তথা পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য এমন মানুষ চাই , যিনি নিবিড় উন্নয়ন কাজে ভরিয়ে দিবেন এলাকা । সামনে পাঁচটা বছর কার ভাগ্যে রয়েছে এখন সেটাই দেখার ।
No comments