চাকরি হারা শিক্ষকদের অবস্থান মঞ্চে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চে হামলার প্রতিবাদে পথে নামল তৃণমূল। সোমবার তমলুকে ওই অবস্থান মঞ্চে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্…
চাকরি হারা শিক্ষকদের অবস্থান মঞ্চে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চে হামলার প্রতিবাদে পথে নামল তৃণমূল। সোমবার তমলুকে ওই অবস্থান মঞ্চে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, দলের তমলুক ও কাঁথি লোকসভা আসনের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও উত্তম বারিক উপস্থিত হন।
গত শনিবার তমলুকে বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশের মিছিল থেকে ওই অবস্থান মঞ্চে হামলা চালানো হয়। সেই ঘটনায় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুক থানায় মামলা দায়ের হয়েছে। এদিন অবস্থান মঞ্চ থেকে তৃণমূল নেতৃত্ব এবং দলের শিক্ষক সংগঠনের সদস্যরা মিছিল করে তমলুক থানায় যান। সেখানে ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। ব্রাত্য বসু বলেন, যে সমস্ত শিক্ষক রাস্তায় নেমেছেন, মুখ্যমন্ত্রী তাঁদের সবার পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁদের আইনি সহায়তা দেওয়ার কথাও বলেছেন। শিক্ষকরা শান্তিপূর্ণ সত্যাগ্রহ করছেন। বিজেপির দুর্বৃত্তরা সেই কর্মসূচিতে ইট, পাথর ছুড়েছে। এটা অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা
No comments