Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য, ফলপ্রকাশের দিনই ছাত্রী আত্মঘাতী

উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য, ফলপ্রকাশের দিনই ছাত্রী আত্মঘাতী
 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিনই হলদিয়ার এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হল। কোয়েল সিংহ (১৭) নামে কিশোরী হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবনের ছাত্রী ছিল। …

 





 উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য, ফলপ্রকাশের দিনই ছাত্রী আত্মঘাতী


 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিনই হলদিয়ার এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হল। কোয়েল সিংহ (১৭) নামে কিশোরী হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবনের ছাত্রী ছিল। এবার উচ্চ মাধ্যমিক দিয়েছিল সে। দুপুরে হলদিয়ার পীতাম্বরচকে নিজের বাড়িতে কোয়েলকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভেঙে পড়েছেন কোয়েলের বাবা চিত্তরঞ্জন সিংহ। তিনি কথা বলার মতো অবস্থায় নেই। কোয়েলের পড়শিরা জানান, দুপুর ৩টের পর রেজাল্ট দেখে কোয়েল ঘরের মধ্যে চলে গিয়েছিল। তার পরেই তার ঝুলন্ত দেহ মেলে। ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। ছাত্রীর মা আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাবা কর্মক্ষেত্রে ছিলেন। দাদাও ওই সময় কাজে বাইরে গিয়েছিলেন। ঠিক কী কারণে কোয়েল এই পদক্ষেপ করেছে, তা এখনও স্পষ্ট নয়। হলদিয়া মহকুমা হাসপাতালে দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কিশোরীর স্কুল থেকে পাওয়া তথ্য অনুসারে প্রাথমিক ভাবে অনুমান, পরীক্ষায় খারাপ ফলের জন্য সে আত্মঘাতী হয়েছে। হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবনের প্রধান শিক্ষক হরিদাস ঘটক ছুটিতে রয়েছেন। তাঁর বদলে দ্বায়িত্বপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার দিন্ডা জানিয়েছেন, কোয়েল পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল। ওই স্কুলেরই ছাত্র অনীশ ঘোড়ই এবার উচ্চ মাধ্যমিকে দশম হয়েছেন। এতে স্কুলের সকলে আনন্দে ছিলেন। ওই সময় আসে কোয়েলের মৃত্যু সংবাদ। শিক্ষক দিলীপ দিন্ডা বলছেন, "হাসিখুশি মেয়েটি কেন এমন করল, ভেবে পাচ্ছি না। তবে পড়ুয়াদের এবার কাউন্সেলিং করানোর কথা ভাবা হচ্ছে।"

No comments