তৃতীয় দফায় নির্বাচনে কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়ল
অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। আজ, মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এই দফায় …
তৃতীয় দফায় নির্বাচনে কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়ল
অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। আজ, মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এই দফায় গোটা দেশে মোট ৬১.৪৫ শতাংশ ভোট পড়েছে। এই দফায় ভোটগ্রহণের নিরিখে এগিয়ে রয়েছে অসম। ওই রাজ্যে ভোট পড়েছে ৭৫.২৬ শতাংশ(৪ আসন)। অনান্য রাজ্যগুলির মধ্যে - গুজরাত ৫৬.৭৬ শতাংশ (২৫ আসন), কর্ণাটক ৬৭.৭৬ শতাংশ (১৪ আসন), মহারাষ্ট্র ৫৪.৭৭
শতাংশ (১১ আসন), উত্তরপ্রদেশ ৫৭.৩৪ শতাংশ (১০ আসন), মধ্যপ্রদেশ ৬৩.০৯ শতাংশ (৯ আসন), ছত্তিশগড় ৬৬.৯৯ শতাংশ (৭ আসন), বিহার ৫৬.৫৫ শতাংশ (৫ আসন), গোয়া ৭৪.২৭ শতাংশ (২ আসন), দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউয়ে ৬৫.২৩ শতাংশ (২ আসন) এবং পশ্চিমবঙ্গে ৭৩.৯৩ শতাংশ।
No comments