আগামী ২০শে মে হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী , এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী আসন্ন লোকসভা নির্বাচন তমলুক লোকসভা কেন্দ্রে আগামী ২৫ শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাগ করলেই ১৬ই মে হলদিয়া বিধানসভা অন্তর্গত এইচ এফসি মাঠে বেলা ১ টায় স…
আগামী ২০শে মে হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী , এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী
আসন্ন লোকসভা নির্বাচন তমলুক লোকসভা কেন্দ্রে আগামী ২৫ শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাগ করলেই ১৬ই মে হলদিয়া বিধানসভা অন্তর্গত এইচ এফসি মাঠে বেলা ১ টায় সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক বিরোধী দলের নির্বাচনী প্রচার তমলুক লোকসভা কেন্দ্রে উত্তপ্ত হয়ে। হলদিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ার চৈতন্যপুর এর শুভেন্দু অধিকারীর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন , আগামী ২০ মে হলদিয়ার হলিপেড ময়দানে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । হলদিয়ার টাউনশিপে হ্যালিপেড ময়দানে নরেন্দ্র মোদীর জনসভায় তিন লক্ষ মানুষের জমায়েত করতে হবে ।বিকেল আড়াইটায় হ্যালিপেড থেকে প্রধানমন্ত্রী নামবেন । আগামীকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে হলদিয়ায়। সেই প্রসঙ্গে তৃণমূলকে কোটাক্ষ করতে ছাড়েনি শুভেন্দু অধিকারী । শুভেন্দু বলেন , কালকে দুপুরে সবাই গরু বেঁধে রাখবেন , জামা কাপড় বাইরে শুকাতে দেবেন না , বাইরে বেরোলে গলায় সোনার চেন পড়বেন না ।যত কানকাটা লাল চুল কানের দুল তারাই গিয়ে ভিড় করবে ।ভিড় করানোর জন্য দায়িত্ব রয়েছে পুলিশ ।
No comments