নির্বাচনী প্রচারের শেষ লগ্নে রক্তাক্ত নন্দীগ্রাম
নির্বাচনের আগে নন্দীগ্রামে রক্ত ঝড়লো। উত্তাল নন্দীগ্রাম। গত রাতে ২৩ শে মে সোনাচূড়ার মনসা বাজার এলাকায় বিজেপির প্রায় ৫৫ বছর বয়স্কা কর্মী রথীবালা আড়ি দুষ্কৃতীদের হাতে খুন হয়…
নির্বাচনী প্রচারের শেষ লগ্নে রক্তাক্ত নন্দীগ্রাম
নির্বাচনের আগে নন্দীগ্রামে রক্ত ঝড়লো। উত্তাল নন্দীগ্রাম। গত রাতে ২৩ শে মে সোনাচূড়ার মনসা বাজার এলাকায় বিজেপির প্রায় ৫৫ বছর বয়স্কা কর্মী রথীবালা আড়ি দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন । আহত ৮ জন। রথীবালা আড়ির গুরুতর আহত ছেলেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। তৃণমূল এই ঘটনায় তাদের কেউ যুক্ত থাকার কথা অস্বীকার করেছে। আহতদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় এর প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করেছে। ইতিমধ্যে তমলুক ও হলদিয়া থেকে বিশাল পুলিশ বাহিনী নন্দীগ্রামে গিয়ে পৌঁছেছে।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক তৎপরতা ততই বাড়ছে তমলুক লোকসভা নির্বাচন বড় ফ্যাক্টর এখন নন্দীগ্রাম যে নন্দীগ্রামে হাত ধরে এই রাজ্যে পালা বদল হয়েছিল ৩৪ বছরের বাম সরকারকে অপসারিত করেছিল। সেই নন্দীগ্রাম সেই পুরাতন ঢাচেই আবার আন্দোলন শুরু রাস্তা অবরোধ রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ তাহলে কি আবার কোন পরিবর্তনের দিক নির্ণয় করছে নন্দীগ্রাম?
No comments