বাণিজ্যকর আধিকারীক সঞ্জীব কুমার রাহার অবসর গ্রহণ
চামেলী ভট্টাচার্য হাওড়া: সঞ্জীব কুমার রাহা ১৯৯২ বাণিজ্যকর আধিকারিক হিসেবে যোগ দেন।আজ ৩১ শে মে অতিরিক্ত মহা ধক্ষ্য/ রাজ্য GST. হিসেবে অবসর গ্রহণ করেন।জন্ম মধ্যবৃত্ত পরিবারে,অত্যন্ত…
বাণিজ্যকর আধিকারীক সঞ্জীব কুমার রাহার অবসর গ্রহণ
চামেলী ভট্টাচার্য হাওড়া: সঞ্জীব কুমার রাহা ১৯৯২ বাণিজ্যকর আধিকারিক হিসেবে যোগ দেন।আজ ৩১ শে মে অতিরিক্ত মহা ধক্ষ্য/ রাজ্য GST. হিসেবে অবসর গ্রহণ করেন।
জন্ম মধ্যবৃত্ত পরিবারে,অত্যন্ত কষ্ট করে, প্রাইভেট টিউশন করে সংসার চালিয়ে পড়াশুনা করে মৃত্তিকা রসায়নে স্নাতকোত্তর করে রাজ্য সরকারের একজন আধিকারিক রূপে চাকুরিতে প্রবেশ। বর্তমানে রাজ্য gst এর অতিরিক্ত কমিশনার।কবিতা কবির ভালোবাসা,খুব ছোটবেলা থেকেই কবিতা লেখা কবির সখ।পাঁচটি কাব্যগ্রন্থ আছে কবির।এখনও লিখে যাচ্ছেন। দেশ বিদেশের বহু সম্মাননা পেয়েছেন।কবিতার মাঝেই কবি সদা বিরাজমান। কবি একজন সমাজসেবি ও মানব প্রেমী, মানবতাবাদী। সার্ক কবিকে কাব্যশ্রী
সম্মানে ভূষিত করেছে। কবির এক পুত্র ও কন্যা।বর্তমানে কলকাতা বাসি।
বই
রক্ত বিন্দুতে তুমি,
চাঁদেও তোমার সাথে,
ফিরে শৈশব,
ছেঁড়া সুখ ভাঙা স্বপ্ন,
বেহায়া হৃদয় ভালোবাসা।আরো কিছু বই প্রকাশের অপেক্ষায়।
No comments