উচ্চমাধ্যমিকে রাজ্যে দশম স্থানাধিকারী অনীশ ঘোড়াইউচ্চমাধ্যমিকে রাজ্যে দশম স্থানাধিকারী অনীশ ঘোড়াই।তাঁর প্রাপ্ত নম্বর- ৪৮৭।হলদিয়া গভর্নমেন্ট স্পন্সরড বিবেকানন্দ বিদ্যাভবন (রানিচক) স্কুলের ছাত্র অনীশ।হলদিয়া ব্লকের কিসমত শিবরামনগ…
উচ্চমাধ্যমিকে রাজ্যে দশম স্থানাধিকারী অনীশ ঘোড়াই
উচ্চমাধ্যমিকে রাজ্যে দশম স্থানাধিকারী অনীশ ঘোড়াই।তাঁর প্রাপ্ত নম্বর- ৪৮৭।হলদিয়া গভর্নমেন্ট স্পন্সরড বিবেকানন্দ বিদ্যাভবন (রানিচক) স্কুলের ছাত্র অনীশ।হলদিয়া ব্লকের কিসমত শিবরামনগরে বাড়ি অনীশের।বাবা অরূপ ঘোড়াই হলদিয়া বন্দরের ঠিকা শ্রমিক।মা হেনা ঘোড়াই গৃহবধূ।অনীশ ভবিষ্যতে ডাক্তার হতে চায়।তাঁর প্রিয় বিষয় ফিজিক্স।মাধ্যমিকেও মেধাতালিকায় অষ্টম স্থানাধিকারী ছিল অনীশ।পরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে তাঁর বড় সাফল্যে উচ্ছ্বসিত গোটা গ্রাম।
No comments