ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম, নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর গভর্নিং বডির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে…
ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
সৈয়দ খায়রুল আলম, নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর গভর্নিং বডির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে মঙ্গলবার স্কুলের বিভিন্ন হলে পুলিংরুমে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ভোটে সহস্রাধিক ভোটার উপস্থিতি হয়ে ভোট প্রদান করে। নির্বাচনে কলেজ অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার এর তত্ত্বাবধানে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আব্দুর হামিদ ভুঁইয়া এং নির্বাচনে প্রধান আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন ইতনা স্কুল এন্ড কলেজের বর্তমান সভাপতি উজ্জ্বল কুমার গাঙ্গুলি, সহযোগিতা করেন সহযোগী অধ্যাপক মো আমিরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
স্কুল ও কলেজে মোট ৯০৯টা ভোট কাস্ট হয়েছে,
কলেজ শাখার ভোটার ২৮২ জন,ভোট দিয়েছে ২৫৮ জন
ভোট প্রদানের হার ৯১.৪৯%। স্কুল শাখার ভোটার ৭৪৯ জন, ভোট দিয়েছে ৬৫১। ভোট প্রদানের হার ৮৬.৯২%
মোট ভোটার ১০৩১, ভোট দিয়েছে ৯০৯,হার ৮৮.১৭%
কলেজ শাখায় প্রার্থী ৪জন, ২জন নির্বাচিত
মোঃ ইজাবুল শেখ ১২৪ ভোট পেয়ে ১ম
মোঃ মাহবুবুর রহমান (কচি) ১১৮ভোট পেয়ে ২য়।
স্কুল শাখার প্রার্থী ৭জন, ২জন নির্বাচিত
শেখ আইয়ুব আলী ২১৫ ভোট পেয়ে ১ম
মোঃ ইকতিয়ার হোসেন ১৯৫ ভোট পেয়ে ২য়।
সংরক্ষিত মহিলা অভিভাবক প্রার্থী ২জন
কামরুন নাহার বেবি ৪৭৭ ভোট পেয়ে নির্বাচিত।
No comments