Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খাদিকুলে তাজা বোমা এবং বোম তৈরীর বারুদ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা

খাদিকুলে তাজা বোমা এবং বোম তৈরীর বারুদ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা
 ফের খাদিকুলে তাজা বোমা এবং বোম তৈরীর বারুদ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। শনিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের খাদিকুলে প্র…

 



খাদিকুলে তাজা বোমা এবং বোম তৈরীর বারুদ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা


 ফের খাদিকুলে তাজা বোমা এবং বোম তৈরীর বারুদ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। শনিবার বেলার দিকে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের খাদিকুলে প্রচুর পরিমান অবৈধ বারুদ উদ্ধার হয়। গ্রামবাসীরা জঙ্গলে কাজ করতে একটি বড়ো হাঁড়িতে বারুদ দেখতে পেয়ে এগরা থানায় খবর দিলে ঘটনাস্থালে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর, এদিন বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালের সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারীর সভা ছিল। সেই সভায় খাদিকুল থেকে প্রচুর মানুষ যোগ দেওয়ার কথা। তাঁর আগেই তৃণমূলের দুষ্কৃতীরা এখানে প্রচুর বোমা ও বারুদ মজুত করেছিল ঐ মিছিলে হামলা চালানোর জন্য দাবী স্থানীয় বিজেপি নেতাদের।

প্রসঙ্গত, গত বছর ১৬ই মে এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরনে ১১ জনের মৃত্যু সারা দেশকে নাড়িয়ে দিয়েছিলো। ঐ বোমা কারখানার মালিক ভানু বাগ বিস্ফোরণে মারা গিয়েছিল। ঘটনার তদন্তে ভানু বাগের ছেলে পৃথিজিৎ বাগ, ভাইপো ইন্দ্রজিত বাগ, প্রসেনজিৎ বাগ গ্রেপ্তার হয়েছিল। বর্তমানে তারা জামিনে মুক্ত হয়েছেন। এলাকাবাসীর দাবী, ভানু বাগের ছেলে পৃথিজিত বাগ ও স্থানীয় এলাকার  তৃণমূল নেতারা লোকসভা ভোটের আগে আবারও অবৈধ বোমা মজুত করছে। বছর ঘুরতেই ফের সেই জায়গায় বোমা উদ্ধারকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। নির্বাচনের আগে দুষ্কৃতীরা এলাকায় বারুদ জমা করছে। নির্বাচনে হিংসা ছড়ানোর জন্য এমনটাই হচ্ছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

No comments