Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্বের দ্বিতীয় ডেঙ্গি ভ্যাকসিনকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের দ্বিতীয় ডেঙ্গি ভ্যাকসিনকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বের দ্বিতীয় ডেঙ্গি ভ্যাকসিনকে স্বীকৃতি দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। জাপানের টাকেডা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিএকে- ০০৩ নামের ডেঙ্গি ভ্যাকসিনটি ডেঙ্গি ভ…

 



বিশ্বের দ্বিতীয় ডেঙ্গি ভ্যাকসিনকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা


বিশ্বের দ্বিতীয় ডেঙ্গি ভ্যাকসিনকে স্বীকৃতি দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। জাপানের টাকেডা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিএকে- ০০৩ নামের ডেঙ্গি ভ্যাকসিনটি ডেঙ্গি ভাইরাসের চার রকম সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা জোগাবে-এমনটাই দাবি। স্যানোফি পাস্তরের তৈরি সিওয়াইডি-টিডিভি হলো বিশ্বের প্রথম ডেঙ্গি টিকা। যাকে স্বীকৃতি দিয়েছে হু। যদিও সেটি চারটি নয়, ডেঙ্গি ভাইরাসের দু'টি সেরোটাইপের বিরুদ্ধেই প্রতিরোধ জোগাতে সক্ষম। ফলে টাকেডার তৈরি টিকাটি বেশি কার্যকর হবে-এমনটাই দাবি বিশেষজ্ঞদের। যদিও এই টিকাটি এখনই এ দেশে বাজারজাত হচ্ছে না। আপাতত এই টিকার ট্রায়াল চলছে কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে। ডেঙ্গির প্রথম ভ্যাকসিন তৈরি হয় ১৯২০ সালে। তবে সেটি খুব কার্যকর না হওয়ায় হু-এর স্বীকৃতি পায়নি। কয়েক বছর আগে স্যানোফি পাস্তুর তৈরি করে আরও একটি বাইভ্যালেন্ট টিকা। আর এখন টাকেডা তৈরি করল কোয়াড্রিভ্যালেন্ট টিকাটি, যার নেপথ্যে উদ্ভাবনী প্রযুক্তি রয়েছে ব্যাঙ্ককের মহিদল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। ৯০ দিনের ব্যবধানে টিকাটি নিতে হয় ত্বকের নীচে ইঞ্জেকশন হিসেবে।

No comments