Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার অনেক ভোটার নিজের বুথে ভোট দিতে পারবেনা

হলদিয়ার অনেক ভোটার নিজের বুথে ভোট দিতে পারবেনা
ভোটারের বাড়ি হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত  দেভোগ গ্রাম পঞ্চায়েত কিসমত শিবরামনগরে কিন্তু ভোট দিতে যেতে হবে দুটি গ্রাম পেরিয়ে দেভোগগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়বাড়ি গ্রামে। নিজের …

 




হলদিয়ার অনেক ভোটার নিজের বুথে ভোট দিতে পারবেনা


ভোটারের বাড়ি হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত  দেভোগ গ্রাম পঞ্চায়েত কিসমত শিবরামনগরে কিন্তু ভোট দিতে যেতে হবে দুটি গ্রাম পেরিয়ে দেভোগগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়বাড়ি গ্রামে। নিজের বুথে ভোট দিতে পারবেন না হলদিয়ার বেশ কয়েকজন ভোটার। ভোট দিতে যেতে হবে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি বুথে। তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত হলদিয়া ব্লকের কিসমত শিবরামনগর গ্রামের ২৬০ নম্বর বুথের ঘটনা। জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে ওই বুথের ৩-৪ জন ভোটারের নাম ভোটার তালিকায় খুঁজে পাওয়া যায়নি। পরে অবশ্য তদন্ত করে দেখা যায় ওই ব্লক এলাকার অন্য একটি গ্রামে সেই ভোটারদের নাম রয়েছে। এরপর নির্বাচন কমিশনের বুথ লেবেল অফিসার কে জানিয়ে ভোট স্থানান্তরিত করার জন্য আবেদন করে ফর্ম পূরণ করেন ভোটাররা। কিন্ত ফের লোকসভা নির্বাচনে তাদের ভোট নিজের বুথে ফিরে আসেনি। যে বুথে তাদের নাম রয়েছে সেই বুথ থেকেও ওই ভোটারদের কোনরকম ভোটার স্লিপ বা ভোটদানের বার্তা দেওয়া হয়নি। যা নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে ওই ভোটাররা। পাশাপাশি ওই বুথের প্রত্যেক বাড়ি বাড়ি ভোটার তালিকায় ক্রমিক নম্বরের স্লিপ ঠিক মতো পৌচ্ছানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক দল গুলি। নির্বাচন কমিশনের বুথ লেবেল

অফিসার নিজে বুথে না এসে একজনঠিকাদার কে দিয়ে ভোটার স্লিপ বিলি করছেন। চলতি সপ্তাহে দু'দিন পর ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রে ভোট। কিন্ত এখনো ভোটার স্লিপ হাতে পাননি অনেকেই। ওই বুথের বাসিন্দা শতায়ু বৃদ্ধ পরেশচন্দ্র বেতাল। বাড়ি থেকে একশো মিটার দূরে ওই বৃদ্ধকে ভোট দিতে যেতে হয়। তিনি জানিয়েছেন ভোটার তালিকার ক্রমিক স্লিপ এখনো হাতে পাইনি। একই অবস্থা গ্রামের বেশ কয়েকজন বাসিন্দার। যদিও নির্বাচন কমিশনের বুথ লেবেল অফিসার পবিত্র মান্না জানান, 'আমার বাড়িতে একটু অসুবিধা থাকার জন্য কয়েকটি স্লিপ একজনের মাধ্যমে বিলি করেছি। যে সমস্ত ভোটারদের নাম তালিকায় নেই তাঁরা ভোট স্থানান্তরিত করার জন্য আবেদন জানিয়েছিল আমি ব্লকে সেই আবেদন জমা দিয়েছিলাম। কিন্তু কেন নাম যুক্ত করা হয়নি তা বলতে পারবো না।' মঙ্গলবার সকালে বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ভোটারদের থেকে ভোটার কার্ডের ছবি চেয়ে পাঠান বুথ লেবেল অফিসার। এরপর আর কোনরকম তাদের সঙ্গে যোগাযোগ করেননি তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার বলেন, এই নিয়ে পরপর দু'বার নিজের বুথে ভোট দিতে পারছিনা। সেজন্য নির্বাচন কমিশন কে অভিযোগ জানাবো। হলদিয়ার মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, 'বিষয়টি জানানেই। খোঁজ নিয়ে দেখছি।'

No comments