Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আইসিএসই-আইএসসির ফল: দশমে বাংলার যুগ্ম সেরা হর্ষিত-অনুষ্কা, দ্বাদশে শীর্ষে ঋতিষা

আইসিএসই-আইএসসির ফল: দশমে বাংলার যুগ্ম সেরা হর্ষিত-অনুষ্কা, দ্বাদশে শীর্ষে ঋতিষা 
 সিআইএসসিই পরিচালিত দ্বাদশ শ্রেণির পরীক্ষা আইএসসি। সেই পরীক্ষায় মোট ৪০০ নম্বরের মধ্যে ৩৯৯ পেয়ে চমকে দিলেন জোকা বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী ঋতিষা …


 

আইসিএসই-আইএসসির ফল: দশমে বাংলার যুগ্ম সেরা হর্ষিত-অনুষ্কা, দ্বাদশে শীর্ষে ঋতিষা 


 সিআইএসসিই পরিচালিত দ্বাদশ শ্রেণির পরীক্ষা আইএসসি। সেই পরীক্ষায় মোট ৪০০ নম্বরের মধ্যে ৩৯৯ পেয়ে চমকে দিলেন জোকা বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী ঋতিষা বাগচি। হিউম্যানিটিজ শাখায় পড়াশোনা করলেও সমস্ত শাখার মধ্যেই রাজ্যের সম্ভাব্য প্রথম তিনি। ইংরেজিতে এক নম্বর কাটা গিয়েছে তাঁর। ‘বেস্ট অব ফোর’-এর বাকি বিষয়গুলিতে তিনি একশোয় ১০০ পেয়েছেন। তার মধ্যে রয়েছে ইতিহাস, মনোবিজ্ঞান এবং সমাজতত্ত্বের মতো বিষয়, যেগুলিতে সাধারণত ফুল মার্কস পাওয়া অসম্ভব বলে মনে করা হয়। এছাড়া, দক্ষিণ কলকাতার লা মার্টিনিয়ার স্কুল ফর বয়েজের ছাত্র হর্ষিত আগরওয়াল  ও  পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্রী অনুষ্কা ঘোষ  ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে আইসিএসইতে (দশম শ্রেণির পরীক্ষা) রাজ্যের মধ্যে যুগ্মভাবে সম্ভাব্য প্রথম হয়েছে। দু’জনেরই মোট নম্বর ৪৯৮।

সাংবাদিকদের ঋতিষা জানিয়েছেন, ছোট থেকেই হিউম্যানিটিজের বিষয়গুলি পড়তে তাঁর ভালো লাগত। অন্য কিছু নিয়ে পড়ার কথা কখনও ভাবেননি। ইতিহাস নিয়ে পড়ে ভবিষ্যতে সাংবাদিক হতে চান তিনি। অন্যদিকে, হর্ষিত ছোট থেকেই বিজ্ঞানে তুখোড়। হর্ষিতের বাবা মনোজ আগরওয়াল ব্যবসায়ী। মা গৃহবধূ। মনোজবাবু জানান, ক্লাস সেভেন-এইট থেকেই প্রথম তিনের মধ্যে থাকত তাঁর ছেলে। ছোট থেকেই পড়াশোনার ব্যাপারে তাঁরা সবরকমভাবে গাইড করতেন তাকে। অন্যদিকে, অনুষ্কার পরিবারেও খুশির হওয়া। বারাকপুরের হরিসভা রোডে তার বাড়ি। অনুষ্কার লক্ষ্য আইআইটি ইঞ্জিনিয়ারিং।  

এ বছর রাজ্য থেকে আইসিএসই পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৩৭২ জন। আর আইএসসি দিয়েছিলেন ২৭ হাজার ৬২১ জন ছাত্রছাত্রী। সংখ্যার নিরিখে ছাত্রীদের তুলনায় অনেকটাই এগিয়ে ছাত্ররা। আইসিএসইতে পাশের হার ৯৯.২২ শতাংশ। দেশ ও বিদেশ মিলিয়ে সার্বিক পাশের হারের (৯৯.৪৭ শতাংশ) চেয়ে খানিকটা কম। পূর্বাঞ্চলেও পাশের হার (৯৯.২৪ শতাংশ) পশ্চিমবঙ্গের চেয়ে বেশি। এ রাজ্যে আইএসসির পাশের হার ৯৭.৮০ শতাংশ, যেখানে সার্বিক পাশের হার ৯৮.১৯ শতাংশ। এক্ষেত্রে দেশের পূর্বাঞ্চলে পাশের হার ৯৭.৮৪ শতাংশ। দেশ ও বিদেশ মিলিয়ে আইসিএসই পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭। আর আইএসসি দিয়েছেন ৯৯ হাজার ৯০১ জন।

No comments